v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-06 17:17:52    
লি মিং বাক ও বুশের বৈঠক অনুষ্ঠিত

cri

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিং বাক সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে ৬ আগস্ট সিউলে এক বৈঠক করেছেন। দু'পক্ষ দক্ষিণ কোরিয়া-মার্কিন সম্পর্ক, অবাধ বাণিজ্য চুক্তি এবং কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে গভীর আলোচনা করেছে।

    বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে  দু'দেশের প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম সম্পর্ক  উন্নয়নের কাঠামো দাখিল করার কথা জানিয়েছেন। বিবৃতি বলা হয়, ২১ শতাব্দীর দক্ষিণ কোরিয়া-মার্কিন কৌশলগত মৈত্রীর সম্পর্ক যৌথভাবে সামনে এগিয়ে নেয়ার ব্যাপারে  দু'দেশ আস্থাবান। কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানে এবং কোরিয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ায় নতুন শান্তি স্থাপনসহ  বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করবে। দু'দেশের প্রেসিডেন্ট পুনরায় ঘোষণা করেন যে, দু'দেশ  প্রতিরক্ষা ক্ষেত্রে সম্মিলিত  শক্তি জোরদার করে অব্যাহতভাবে দক্ষিণ কোরিয় বাহিনীর কাছে মার্কিন বাহিনীর পরিচালনা অধিকারসহ সংশ্লিষ্ট চুক্তি বাস্তবায়ন করবে এবং পুনরায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন সৈন্য মোতায়েন করবে। এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া-মার্কিন মৈত্রীর মৌলিক দায়িত্ব সম্প্রসারণ হবে।

    বৈঠকের পর অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ উত্তর কোরিয়াকে  সন্ত্রাস সমর্থনকারী দেশগুলোর তালিকা থেকে তার নাম বাতিল করার সময়সীমা আসার আগে কার্যকর উদ্যোগ নিয়ে সার্বিকভাবে তার পরমাণু পরিকল্পনা দাখিল করার অনুরোধ জানান।--ওয়াং হাইমান