রুশ বিমান বাহিনী ভারত মহাসাগরে কৌশল বোমাবর্ষণি বিমানমন দূরপাল্লার টহলমন সরবরাহ সমস্যা সমাধানের চেষ্টা করছে।
রাশিয়ার বিমান বাহিনী প্রধান আলেক্সান্দার জেলিন ৫ জুলাই এ কথা বলেন।
জেলিন বলেন, রুশ বিমান বাহিনীর এখন যে মান তাতে ভারত ও আটলান্টিক মহাসাগরে কৌশল বোমারু বিমান টহল দেয়ার দায়িত্ব পালন করতে পারে। তবে বর্তমানে বিমান বাহিনী ভারত মহাসাগরে টহল দেয়ার সময় বিমানে জ্বালানি করার সমস্যা দূর করার জন্য গবেষণা করছে।
রুশ দূর পাল্লার বিমান কিউবা ও অন্যান্য দেশের বিমান বন্দর ব্যবহার করবে কিনা এ প্রশ্নের জুবাবে জেলিন বলেন, রাশিয়ার নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ছাই ইউয়ে
|