পেইচিং অলিম্পিক গেমসের সম্প্রচারে আয়তন হবে ইতিহাসে সবচেয়ে বড়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র জিস্সেল্লে ড্যাভিস ৫ আগষ্ট পেইচিংয়ে এ কথা বলেন।
জানা গেছে, প্রায় ২শো দেশ ও অঞ্চল পেইচিং অলিম্পিক গেমসের প্রতিযোগিতা সম্প্রচার করবে। সম্প্রচারের সময় দাঁড়াবে ৫হাজার ঘন্টারও বেশি। সারা বিশ্বে প্রায় ৪০০ কোটি দর্শক পেইচিং অলিম্পিক গেমস দেখবেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস সম্প্রচারিত হবে। এশিয়া, আফ্রিকা ও মধ্য-প্রাচ্যের মানুষ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অলিম্পিক গেমস দেখতে পারবে।
ডেভিস বলেন, এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ক্রীড়া শাখার নির্বাচন চলছে। ৩০জন ক্রীড়া প্রার্থী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৪টি সদস্য পদের জন্য আসন প্রতিযোগিতা করছেন। অলিম্পিক গেমসের সময় অলিম্পিক গ্রামে ক্রীড়াবিদরা এ চারজন সদস্যকে নির্বাচিত করবেন।
ছাই ইউয়ে
|