৬ আগষ্ট সকালে পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রার সর্বশেষ গন্তব্য অলিম্পিক শহর পেইচিংয়ে শুরু হয়েছে।
সকাল ৮টায় অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠান নিষিদ্ধ নগরের উমেন মহাচত্বরে শুরু হয়। প্রথম মশাল বাহক ছিলেন চীনের মহাকাশ বীর ইয়াং লিওয়ে। অলিম্পিক মশাল পেইচিংয়ের সাতটি জেলায় ১৬.৪ কিলোমিটার পথ পাড়ি দেবে। এতে প্রায় ৪৩০জন মশাল বাহক অংশ নেবেন। চীনের অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান লি ফু রং সর্বশেষ মশাল বাহক হিসেবে স্বর্গ মন্দিরে আধারে আগুন জ্বলিয়ে দেবেন।
পেইচিংয়ে তিন দিন ধরে অলিম্পিক মশাল হস্তান্তর চলবে। ৮ আগষ্ট রাতে চীনের জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টে প্রধান মশালে অগ্নি প্রম্বলনের মধ্যে নিয়ে শুরু হবে ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস।
ছাই ইউয়ে
|