v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-05 21:33:16    
চাও ওয়ে ছাং ২০০৮ সালে অলিম্পিক গেমসের একজন মশালবাহক

cri
  ১৯৮০ সালে ১৩তম শীতকালীন অলিম্পিক গেমসের ফ্ল্যাগম্যান হিসেবে স্পিড স্কেটিংয়ের বিখ্যাত খেলোয়াড় চাও ওয়ে ছাংয়ের নেতৃত্বে চীনের ক্রীড়া প্রতিনিধি দল উদ্বোধনী অনুষ্ঠানের সভাকক্ষে প্রবেশ করে। চাও ওয়ে ছাং ২০০৮ সালে অলিম্পিক গেমসের একজন মশালবাহক ছিলেন। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে এই মশালবাহকের গল্প বলবো।

  ১৯৮০ সালের ১৩ ফেব্রুয়ারী ১৩তম শীতকালীন অলিম্পিক গেমস মার্কিন যুক্তরাষ্ট্রের লেক প্লাসিডে অনুষ্ঠিত হয়। সেবারের গেমসে চীন ক্রীড়া প্রতিনিধি দল পাঠায়। সেটি ছিল চীনের আন্তর্জাতিক অলিম্পিক গেমসের বৈধ মর্যাদা পুনরুদ্ধারের পর প্রথম বারের মত অলিম্পিক গেমসে যোগ দেয়া এবং চীনের ইতিহাসে প্রথম বার শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেয়া। সেই অভিজ্ঞতা চাও ওয়ে ছাং'র মনে গভীর দাগ কেটেছিল। তিনি বলেছেন, (১)

  উদ্বোধনী অনুষ্ঠানে আমি ফ্ল্যাগম্যান দায়িত্ব পালন করেছিলাম। সেবার চীনের ইতিহাসে প্রথম বারের মত শীতকালীন অলিম্পিক গেমসে যোগ দেয়া। ফ্ল্যাগম্যান হিসেবে চীনের প্রতিনিধি দল উদ্বোধনী অনুষ্ঠানের সভাকক্ষে যখন প্রবেশ করে তখন আমি গর্ব বোধ করেছিলাম। এর পাশাপাশি আমরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের অভ্যর্থনা পেয়েছিলাম। বিশ্বের সবচেয়ে বেশি লোকসংখ্যা দেশ অলিম্পিক পরিবারে আবার প্রবেশ উপলক্ষে মানুষ সেই উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল।

  চাও ওয়ে ছাং চীনের শীকালীন ক্রীড়া ইভেন্টের বিখ্যাত ব্যক্তি। গত শতাব্দীর সত্তর দশকে চীনের জাতীয় প্রতিযোগিতায় তিনি যুব স্পিড স্কেটিংয়ে চ্যাম্পিয়ন হন। তিনি একটানা ১১ বার সারা দেশের যুব শীকালীন ক্রীড়া ইভেন্টের চ্যাম্পিয়ান এবং বিশ্ব চ্যাম্পিয়নশীপে রানার আপ হন। তখন চীনের শীকালীন ক্রীড়া ইভেন্টে খেলোয়াড়দের মান ও বিশ্বের শ্রেষ্ঠ মানের মধ্যে বিরাট ব্যবধান ছিল। চাও ওয়ে ছাং এর কাছে বিসয়টা খুব স্পষ্ট। তিনি বলেন,(২)

  তখন আমাদের শীকালীন ক্রীড়া ইভেন্ট পিছিয়ে ছিল। শীকালীন ক্রীড়া ইভেন্টে সর্বোচ্চ সাফল্য বলতে ১৯তম। তখন চীন মনে করতো, অলিম্পিক কমিটিতে আসন পুনরুদ্ধার হওয়ায় চীনের অলিম্পিক গেমসে যোগ দেয়া উচিত। এটি চীনাদের স্টাইল।

  ২৮ বছর ধরে চাও ওয়ে ছাং শীকালীন ক্রীড়া ইভেন্টের একজন খেলোয়াড় থেকে প্রশিক্ষকের দায়িত্ব পালন শুরু করেন। এখন তিনি ক্রীড়া দক্ষতা গবেষণার কাজ করছেন। তিনি চীন শীতকালীন অলিম্পিক গেমসে ধাপে ধাপে উন্নয়নের প্রক্রিয়া নিজের চোখে দেখেছেন। শীতকালীন অলিম্পিক গেমসে চীনের ক্রীড়া দলের উন্নয়ন সম্পর্কে বলার সময় চাও ওয়ে ছাং বলেছেন, (৩)

  এখন আমরা শীতকালীন অলিম্পিক গেমসে সেরা সাফল্য পেয়েছি। একটানা দু বার অলিম্পিক গেমসে শর্ট ট্র্যাক ইভেন্টে আমরা স্বর্ণপদক পেয়েছি। আমাদের খেলোয়াড় ইয়াং ইয়াং দুটি স্বর্ণপদক পেয়েছেন, ওয়াং মেং একটি স্বর্ণপদক এবং হান সিয়াও পেং একটি স্বর্ণপদক অর্জন করেছেন। যা এসব ইভেন্টে চীনের খেলোয়াড়দের মানের স্বীকৃতি।

  সংস্কার আর উন্মুক্ত করণের ৩০ বছরে চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা অনেক বেড়েছে। চীনের ক্রীড়ার মানও দ্রুত উন্নত হচ্ছে। অলিম্পিক গেমসের অংশগ্রহণকারী থেকে অলিম্পিক গেমসের স্বাগতিকে পরিণত হয়েছে। চীন ২০০৮ সালের ৮ আগস্ট গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। চি লিন প্রদেশের ক্রীড়া মহলের প্রতিনিধি হিসেবে চাও ওয়ে ছাং ছাং শুন ধাপের মশাল হস্তান্তরে অংশ নিয়েছেন। তিনি শীতকালীন অলিম্পিক গেমসের একজন ফ্ল্যাগম্যান থেকে অলিম্পিক গেমসের মশালবাহক দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, (৪)

  আগে আমি একজন খেলোয়াড় ছিলাম। আমার নেতৃত্বে ক্রীড়া প্রতিনিধি দল শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাকক্ষে প্রবেশ করেছিল। এখন আমি একজন ক্রীড়া কর্মী হিসেবে ২৮ বছর পর একজন মশালবাহক হতে পেরেছি। আমি খুব খুশি। চীনে অলিম্পিক গেমস আয়োজন চীনের বহু খেলোয়াড়দের স্বপ্ন।

  ১৯৮০ সালে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই চাও ওয়ে ছাং'র মনে একটি স্বপ্ন বাসা বেধেছিল। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, (৫)

  আমি ভাবছি, কবে আমাদের দেশ অলিম্পিক গেমস আয়োজন করবে? ২৮ বছরের পর আমার এ স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।