চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-পরিচালক দু চিয়াং ৫ আগস্ট পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের বিভিন্ন স্তরের পর্যটন বিভাগ অলিম্পিক গেমস চলাকালে দেশি-বিদেশি পর্যটকদের উচ্চ মানের সেবা প্রদানের নানা ধরনের সক্রিয় ব্যবস্থা নিয়েছে।
এই ব্যবস্থাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অলিম্পিক সম্পর্কিত হোটেলের মান নিয়ন্ত্রণ এবং দর্শনীয় স্থানের স্থাপনার শৃঙ্খল তদারকি জোরদার করা, অলিম্পিক পর্যটন সম্পর্কিত অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা, দর্শনীয় স্থানের পার্কিং এলাকা, সৌচাগার এবং পর্যটন স্থানে প্রতিবন্ধিদের চলাচল সুবিধার স্থাপনাসহ নানা বিষয়ের শৃঙ্খলা তদারকি জোরদার করা। তা ছাড়া স্বল্প সংখ্যক দেশি-বিদেশি সন্ত্রাসীদের মোকাবিলায় চীনের পর্যটন বিভাগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা ব্যবস্থার মানদন্ড অনুযায়ী কিছু প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে, যাতে গুরুতর পর্যটন নিরাপত্তা দুর্ঘটনা রোধ করা যায়।
পেইচিং পর্যটন ব্যুরোর অনুমান করছে যে, অলিম্পিক চলাকালে ৪ থেকে ৫ লাখ পর্যটক বিদেশ থেকে আসবেন। বিভিন্ন দেশের মাননীয় অতিথি, সংবাদদাতা, খেলোয়াড়গণসহ দেশি-বিদেশী দর্শকদের সংখ্যা ৬০ থেকে ৭০ লাখ হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|