এ বছরের প্রথমার্ধে চীনের রেড ক্রস সোসাইটি দেশ-বিদেশের ১.৩৯৫ বিলিয়ন ইউয়ান আর্থিক সাহায্য পেয়েছে। এতে ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজে ব্যয় হয়েছে ১.২৫ বিলিয়ন ইউয়ান। ৫ আগস্ট চীনের রেড ক্রস সোসাইটির মহাসচিব ওয়াং রু ফেং পেইচিংয়ে এ কথা জানান।
এদিন চীনের রেড ক্রস সোসাইটির দ্বিতীয় পরিষদের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত চীনের রেড ক্রস সোসাইটি ভূমিকম্প দুর্গত অঞ্চলে মোট ৩১.৭ কোটি ইউয়ান সাহায্য দিয়েছে।
তিনি আরো বলেন, চীনের রেড ক্রস সোসাইটি দেয়া আর্থিক সাহায্যের মধ্যে ৭০ শতাংশ সি ছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলে, ২০ শতাংশ কান সু দুর্গত অঞ্চলে এবং ১০ শতাংশ শা'ন সি দুর্গত অঞ্চলের জন্য।--ওয়াং হাইমান
|