৪ জুলাই আর্ন্তজাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে যাচ্ছে। গত তিন মাসে নিউইয়ার্ক ও লন্ডনে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
একই দিন নিউইয়ার্ক বাণিজ্য বিনিময় কেন্দ্রে আগামী সেপ্টেম্বর মাসের হাল্কা অধোশিত তেলের ফিউচারস দাম এক সময়ে ৫.৬ মার্কিন ডলার্রেরও বেশী কমে ব্যারেল প্রতি ১১৯.৫০ মার্কিন দাঁড়ায়। সর্বশেষ দাম ব্যারেল প্রতি ১২১.৪১ মার্কিন ডলার ছিল। মে মাসের ৬ তাড়িখের পর সবচেয়ে নিম্ন বিনিময় দাম ও সর্বশেষ দামের রেকর্ড সৃষ্টি হয়েছে। লন্ডন আন্তর্জাতিক তেল বিনিময় কেন্দ্রে আগামী সেপ্টেম্বর মাসে উত্তর সাগারের ব্র্যান্ড অশোধিত তেলের ফিউচারস দাম সবচেয়ে নিম্ন পর্যায়ে ব্যারেল প্রতি ১১৮.৮ মার্কিন ডলার এবং সর্বশেষ দাম ব্যারেল প্রতি ১২০.৬৮ মার্কিন ডলার ছিল।
যুক্তরাষ্ট্রের টেক্সস অঙ্গ রাজ্যের উপকূলের দিকে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় মস্কো উপ সাগরের অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উত্পাদনকারী স্থাপনাগুলোর ওপর হুমকি সৃষ্টি না করার খবর নিশ্চিত হওয়ার পর এবার অশোধিত তেলের দাম পড়ে যায়।
|