রাশিয়ার ক্রাসনোডার সীমান্ত অঞ্চল ও কেমেররোভো প্রদেশের নোভোকুজনেটস্ক শহরে ছুটি কাটতে যাওয়া চীনের ভূমিকম্প দুর্গত এলাকার প্রায় ৩ শো মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রী ৪ আগস্ট তাদের ছুটি শেষে দেশে ফিরে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সিছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকা থেকে আসা দু'শো ছাত্র-ছাত্রী ক্রাসনোডার সীমান্ত অঞ্চলের রাশিয়ান শিশু কেন্দ্রে ছুটি কাটিয়েছে। রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত লিও গু ছান , রাশিয়ার ফেডারেল শিক্ষা দফতরের উপ মহা পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমান বন্দরে তাদেরকে বিদায় জানিয়েছেন।রাষ্ট্রদূত লিও গু ছান বলেছেন, চীন-রাশিয়া মৈত্রীর বীজ গভীরভাবে ছেলে মেয়েদের হৃদয়ে রোপন করা হয়েছে।
একই দিন কেমেরোভো প্রদেশের নোভোকুজনেটস্ক শহরের "সাইবেরিয় রুপকথা " শিশু অবসর বিনোদন কেন্দ্রও চীনের গানসু দুর্গত এলাকা থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রদেশের ডেপুটি গভর্নর সেরগেই মুরাভয়োভ বলেছেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়া ভ্রমণ শিশুদের মনে সারাজীবন স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। গানসু প্রদেশের শিক্ষা ব্যুরোর উপ মহা পরিচালকও দল নেতা ডেন সি ঠা বলেছেন, তিনি বিশ্বাস করেন, এবারের তত্পরতা চীন ও রাশিয়ার জনগণের বিনিময়ের ক্ষেত্রে একটি মাইলফলকে পরিণত হবে । এ ধরনের তত্পরতার মাধ্যমে দু'দেশের জনগণের মৈত্রী ভবিষ্যতে আরও বিকশিত হবে।
|