ইরানের পরমাণু আলোচনার শীর্ষ প্রতিনিধি, জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কমিটির সচিব সারীদ জালিলি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষ প্রতিনিধি অধিকর্তা হ্যাভিয়ার সোলানার সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। দু'পক্ষই ইরানের পরমাণু সমস্যা নিয়ে আবারও বৈঠক আয়োজনে রাজি হয়েছেন।
আইরনা বার্তা সংস্থা ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কমিটির সচিবালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আলোচনায় দু'পক্ষ জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চালানো উচিত। পরবর্তীতে দু'পক্ষ অব্যাহত বৈঠক করবে এবং যোগাযোগ বজায় রাখবে।
অন্য এক খবরে জানা গেছে, এদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র গনজালো গালেগোস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী এ ছটি দেশ উত্থাপিত ইরানের পরমাণু সমস্যার ওপর আলোচনা আবার শুরু করার প্রস্তাব সম্পর্কে ইরান স্পষ্ট ও ইতিবাচক উত্তর দেয় নি। ছটি দেশ ইরানের ওপর শাস্তি আরোপের নতুন ব্যবস্থা খুঁজে বের করার ব্যাপারে সম্মত হয়েছে।(লিলু)
|