|
|
(GMT+08:00)
2008-08-05 19:34:11
|
লং মার্চ ২ এফ রকেট উতক্ষেপন কেন্দ্রে পৌঁছেছে
cri
চীনের সেনচৌ ৭ নভোযান উতক্ষেপনকারী লং মার্চ ২ এফ রকেটটিকে ৫ আগস্ট সকালে চীনের পশ্চিমাঞ্চলের গানসুর জোছুয়ান মানববাহী নভোযান উতক্ষেপন কেন্দ্রে নেওয়া হয়েছে। এই রকেট ও ৮০জন প্রকৌশলীকে নিয়ে বিশেষ একটি রেলগাড়ী ৪ আগস্ট সন্ধ্যায় উতক্ষেপন কেন্দ্রে পোছায়। সেনচৌ ৭ নভোযান উতক্ষেপনে লং মার্চ ২ এফ রকেট ব্যবহার করা হবে। তিন জন নভোচারীকে নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হবে এবং তাদের মধ্যে একজন মহাকাশে পদচারনা করবেন।সেনচৌ ৬ নভোযান উতক্ষেপনকারী রকেটের তুলনায় এই রকেটে ৩৬টি প্রযুক্তিগত সংস্কার করা হয়েছে। এর ফলে রকেটটির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা আরও নিশ্চিত হয়েছে।
রকেট উতক্ষেপন কেন্দ্রে পৌঁছানোর পর প্রকৌশীরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বতর্মানে সেনচৌ ৭ নভোযানের বিভিন্ন প্রস্তুতি চলছে।
|
|
|