v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-04 23:32:04    
দক্ষিণ কোরিয়া দশটিরও বেশি স্বর্ণপদক অর্জনে আশাবাদী

cri

    সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ক্রীড়া পরিষদ সিউলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশ ও বিদেশের সংবাদ মাধ্যমকে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। দক্ষিণ কোরিয়ার সেরা খেলোয়াড় ও প্রশিক্ষকরা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র চীনে প্রতিযোগিতা করা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য আদর্শ। দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা সেরা সাফল্য পাওয়ার চেষ্টা করবে। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ অনুষ্ঠানে প্রথমেই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের অলিম্পিক প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে জানাবো।

    দক্ষিণ কোরিয়ার জাতীয় ক্রীড়া দলের প্রশিক্ষণ কেন্দ্র ---তায়ে নিউংকে বিশ্ব চ্যাম্পিয়ন তৈরির কারখানা বলা হয়। বর্তমানে ১৩টি ইভেন্ট,জাতীয় ক্রীড়া দলের ৩৫৬জন খেলোয়াড় এখানে পেইচিং অলিম্পিক গেমসের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির চেয়ারম্যান লি ইয়ুন তায়েক দক্ষিণ কোরিয় ক্রীড়া দলের পেইচিং অলিম্পিক গেমসে যোগ দেয়ার লক্ষ্য সম্পর্কে বলেছেন, এথেন্স তারা ৯টি স্বর্ণপদক জিতেছিল। তিনি আশা করেন, পেইচিং অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া দল দশটিরও বেশি স্বর্ণপদক পাবে। তিনি বলেন, (১)

    দক্ষিণ কোরিয়ার ক্রীড়া প্রতিনিধি দল পদক তালিকায় দশম স্থান পাওয়া চেষ্টা করতে চায়। এ লক্ষ্য অর্জনে আমরা যথাসাধ্য চেষ্টা করবো।

    জানা গেছে, টাইকোন্ডো,তীর নিক্ষেপ, জুডো,কুস্তি,নারী হ্যান্ড-বল, নারী ভারোত্তলন,টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের পদক পাওয়ার জন্য প্রধান ইভেন্ট। ২০০০ সালে সিডনি অলিম্পিক গেমসে টাইকোন্ডো প্রতিযোগিতা আনুষ্ঠানিক ইভেন্টে পরিণত হয়। জাতিগতভাবেই টাইকোন্ডোতে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা দক্ষ। দক্ষিণ কোরিয়ার টাইকোন্ডো দলের প্রশিক্ষক কিম সেই হিয়োক আমাদের সংবাদদাতাকে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়ার টাইকোন্ডো দল চার স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। লক্ষ্য হলো এ থেকে দুটি স্বর্ণপদক পাওয়া। তিনি বলেছেন,(২)

    পেইচিং অলিম্পিক গেমসে টায়কোন্ডোতে আমাদের উদ্দেশ্য হলো দুটি স্বর্ণপদক পাওয়া। আমরা আশা করি, এবার এথেন্স অলিম্পিক গেমসের সাফল্যকে ছাড়িয়ে যাবো। সিডনি অলিম্পিক গেমসের পর চীন টাইকোন্ডোতে দ্রুত উন্নতি করেছে। চীন চেন জোংসহ কিছু শ্রেষ্ঠ খেলোয়াড় রয়েছে। আশা করি, চীনা দলও সেরা সাফল্য পাবে। আমি বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমস সফল অলিম্পিক গেমসে পরিণত হবে।

    সাঁতার অলিম্পিক গেমসের দ্বিতীয় বৃহত্তম ইভেন্ট। এ ইভেন্টে ৪৭টি স্বর্ণপদক আছে। সাঁতার প্রতিযোগিতার মান একটি দেশের ক্রীড়া সামর্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে সাঁতার ইভেন্টে দক্ষিণ কোরিয়ার বরাবর দুর্বল ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তরুণ পার্ক তায়ে কুয়োন আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটানা সেরা সাফল্য পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার জনগণ এতে সন্তুষ্ট। জনগণের আকাঙ্গার গুরুত্বও ব্যাপক। আমাদের সংবাদদাতা সাতাঁর স্টেডিয়ামে গিয়ে খেলোয়াড়দের প্রশিক্ষণের অবস্থা দেখেছেন। দক্ষিণ কোরিয়ার সাঁতার দলের প্রধান প্রশিক্ষক রোহ মিন সাং পার্ক তায়ে কুয়োনকে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, পার্ক তায়ে কুয়োনের বয়স ১৯ বছর। ভবিষ্যতে আরো বেশি সুযোগ পাবে সে। তিনি আশা করেন, পেইচিং অলিম্পিক গেমসে পার্ক তায়ে কুয়োন ভালো সাফল্য পাবে। তিনি বলেছেন,(৩)

    পার্ক তায়ে কুয়োন দু শো মিটার, চার শো মিটার ও এক হাজার পাঁচ শো মিটার ফ্রীস্টাইল প্রতিযোগিতায় যোগ দেবে। এর মধ্যে চার শো মিটার প্রতিযোগিতায় তার স্বর্ণপদক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পেইচিংয়ের ওয়াটার কিউবে সাঁতার প্রতিযোগিতার ব্যবস্থা ও পরিবেশ পরিপূর্ণ। এ আধুনিক সাঁতার স্টেডিয়ামে স্বর্ণপদক পাওয়া আমার ও পার্ক তায়ে কুয়োনের স্বপ্ন।

    টেবিল টেনিসও দক্ষিণ কোরিয়া পদক পাওয়ার মতো ইভেন্ট। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক গেমসে একক চূড়ান্ত প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় ইউ সেউং মিন চীনা খেলোয়াড় ওয়াং হাওকে হারিয়ে সোনা জয় করেছিলেন। তাঁর প্রস্তুতি খুব ভালো। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, তিনি পেইচিং অলিম্পিক গেমসে সর্বোচ্চ সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করবেন। চীনা ভক্তরা তাঁকে উত্সাহ দেবে বলে তিনি আশাবাদী। তিনি বলেছেন, (৪)

    সবাই জানেন, চীনা খেলোয়াড়দের বিশ্ব ক্রীড়ায় উঁচু মান আছে। আমি একজন চ্যালেঞ্জার। আমি শ্রেষ্ঠ সাফল্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আগে আমি চীনে প্রতিযোগিতা করেছিলাম। আমি জানি চীনা ভক্তরা খুবই উত্সাহী। আমি চীনা ভক্তদেরকে চমত্কার প্রতিযোগিতা প্রদর্শন করবো।

    দক্ষিণ কোরিয়ার পেইচিং অলিম্পিক গেমসে যোগ দেয়ার বল ইভেন্টে নারী হ্যান্ড বলে স্বর্ণপদক পাওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ কোরিয়া হ্যান্ড বল ইভেন্টে উচ্চ মান বজায় রাখছে এবং বহু অলিম্পিক গেমসে স্বর্ণপদক বা রৌপ্যপদক অর্জন করেছে। নারী হ্যান্ড বল দলের নেতা ,গোলরক্ষক তাফারেল ওহ ইউং রান বলেছেন, এবার অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়ার নারী হ্যান্ড বল দলের খেলোয়াড়দের গড় বয়স কম নয়। পেইচিং অলিম্পিক গেমস হবে শেষ প্রতিযোগিতা। তিনি বলেছেন, (৫)

    আমরা এবারের সুযোগ কাজে লাগাতে চাই। এখন আমরা কঠোর চর্চার মাধ্যমে অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রথম হওয়ার ব্যাপারে আশাবাদী। পেইচিংয়ে প্রতিযোগিতায় গেলে আমাদের জেট ল্যাগ কাটানোর ব্যাপার নেই। এ ছাড়াও পেইচিংয়ের আবহাওয়া দক্ষিণ কোরিয়ার মত। ইউরোপসহ বিভিন্ন জায়গার তুলনায় পেইচিংয়ের পরিবেশ আমাদের জন্য সুবিধাজনক।

    জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া প্রতিনিধি দলে খেলোয়াড়ের সংখ্যা ৩৮৮জন। তারা ২৫টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন। ১ আগস্ট প্রতিনিধি দল পেইচিংয়ে গিয়ে তাদের অলিম্পিক যাত্রা শুরু করবে।