v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-04 23:04:07    
পেইচিং অলিম্পিক ২০০৮ অনুষ্ঠানে আমি উ কে সোং সাংস্কৃতিক ক্রীড়া কেন্দ্র

cri

    বর্তমানে পশ্চিম পেইচিংয়ের ছাং আন রাজপথের ফু সিন সড়কের উত্তর দিকে অবস্থিত একটি আধুনিক ক্রীড়া কেন্দ্র হচ্ছে উ কে সোং সাংস্কৃতিক ক্রীড়া কেন্দ্র। এ কেন্দ্রের মোট আয়তন ৫২ হেক্টর । কেন্দ্রটিতে রয়েছে উ কে সোং স্টেডিয়াম ,উ কে সোং বেসবল স্টেডিয়াম,সাংস্কৃতিক ক্রীড়া ও উন্মুক্ত সেবা ব্যবস্থা এবং প্রশস্ত সাংস্কৃতিক বিশ্রাম মহাচত্বর ।

    উ কে সোং বেসবল স্টেডিয়াম হচ্ছে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের বেসবল প্রতিযোগিতার ভেন্যু এবং উ কে সোং স্টেডিয়ামে অলিম্পিকের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

    উ কে সোং স্টেডিয়ামের ডিজাইনের প্রস্তাব বহু বার যাচাই বাছাই করা হয়েছে। ২০০২ সালে বিশ্বব্যাপী উন্মুক্ত ডিজাইন আহ্বান করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজার্ল্যান্ডের দুটি ডিজাইন কোম্পানির ডিজাইন প্রস্তাব গ্রহণ করা হয়। মার্কিন কোম্পানির প্রস্তাবে চীনের গার্ডেন স্টাইল ছিল। তবে সুইজার্ল্যান্ডের কোম্পানির ডিজাইন প্রস্তাবটি খুব আধুনিক । এ দুটি প্রস্তাব বিশেষজ্ঞদের বিপুল প্রশংসা পায়। তবে এ দু'টি কোম্পানির পেইচিং উ কে সোং ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্রের ডিজাইন প্রস্তাব দ্বিতীয় পুরস্কার পায়। বিশেষজ্ঞদের আরো পরামর্শের মাধ্যমে সুইজার্ল্যান্ডের স্থপতিদের প্রস্তাটির পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়।

    তবে চীনের বিশেষজ্ঞগণ গুরুত্বের সঙ্গে গবেষণার মাধ্যমে এই ডিজাইনের নিরাপত্তা ও প্রযুক্তি ক্ষেত্রের বহু সমস্যা খুঁজে বের করেন। আগে সুইজার্ল্যান্ড কোম্পানির প্রস্তাবে জাতীয় বাস্কেটবল স্টেডিয়ামের ওপরে বাণিজ্যিক অঞ্চল নির্মাণের কথা ছিল। বারবার পরামর্শের মাধ্যমে বিশেষজ্ঞগণ মনে করেন, এ প্রস্তাবের কাঠামোগত নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাছাড়া, আগের ডিজাইন অনুযায়ী বাস্কেটবল স্টেডিয়ামের চার দিকে ইলেকট্রনিক স্ক্রীন ব্যবহার করলে ব্যয় যেমন বাড়বে তেমনি স্থায়ী অধিবাসীদের স্বাভাবিক জীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

কারণ ইলেকট্রনিক স্ক্রীনের তিন দিক অধিবাসিক অঞ্চলের দিক অবস্থিত। অবশেষে চীনা বিশেষজ্ঞগণ ইলেকট্রনিক স্ক্রীনের কিছু অংশ বহাল রাখার সিদ্ধান্ত নেন। এক লাখ বর্গমিটারের বাণিজ্যিক অঞ্চলটি স্টেডিয়ামের বাইরে স্থানান্তর করা হয়।

জাতীয় বাস্কেটবল স্টেডিয়ামটিকে একটি বিশেষ স্থাপনা হিসেবে বাইরের ডিজাইনটি আগের মতই অবিকল রাখা হয়। তবে স্টেডিয়ামের উচ্চতা আগের চেয়ে ৭.৮ মিটার বেড়েছে। এছাড়াও প্রতিযোগিতার মাঠ একটু উচুঁতে উঠে আসার প্রবেশ পথও সমতল থেকে একটু ওপরে উঠে আসে।

    এসবের মধ্য দিয়ে উ কে সোং ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্রের ডিজাইন প্রস্তাব আগের তুলনায় বেশ পরিবর্তিত হয়েছে। বিশেষজ্ঞগণ মনে করেন, আগের স্টাইলটিও বিশেষ, আধুনিক ও সুন্দর। তবে নতুন প্রস্তাব আগের প্রস্তাবের অপরিহার্য অংশকে অক্ষুন্ন রাখা হয়েছে।

এর পাশাপাশি স্থাপনার নিরাপত্তা ক্ষেত্রে আরো বেশি বিবেচনা করেছে। উ কে সোং সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র স্টেডিয়ামগুলোর মধ্যে একটি সেরা স্থাপনা।