v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-04 21:42:12    
অলিম্পিক গেমস নিশ্চিত করার জন্য পেইচিং প্রস্তুত

cri
    ৪ আগষ্ট ২০০৮ পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্রের এক সংবাদ সম্মেলনে পেইচিং য়ের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারাবিশেষভাবে যাতায়াত ও পরিবহন , খাদ্যের নিরাপত্তা , চিকিত্সা ও স্বাস্থ্য এবং পর্যটনসহ নানা ক্ষেত্রে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতির কথা বর্ণনা করেছেন । তারা বলেন ,অলিম্পিক গেমসের পুরোপুরি সাফল্য নিশ্চিত করার জন্য এখন পেইচিং নানা দিক দিয়ে প্রসাতুত।

    পেইচিংয়ের যোগাযোগ কমিশনের ভাইস চেয়ারম্যান চৌ চেনইয়ু বলেন , ২০ জুলাই যান্ত্রিক গাড়ির চলাচলে নিয়ন্ত্রণে আনার জন্য জোড়-বেজোড় নম্বর পদ্ধতি , অফিস করার সময় আগে বা পিছিয়ে দেওয়া , নতুন তিনটি সাবওয়ে লাইন ও ৩৪টি বাসের লাইন চালু হয়েছে । ফলে পেইচিংয়ের যাতায়াত ও পরিবহনের ভিড় অনেকটা শিথিল হয়েছে । তিনি বলেন , গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়ার পর পেইচিংয়ের যাতায়াত ও পরিবহনের অবস্থা অনেক ভাল হয়েছে । প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ লাখ গাড়ির চলাচল বন্ধ হয়েছে । যার ফলে রাস্তার চলাচল বিপুলমাত্রায় প্রশমিত হয়েছে , রাস্তার ভিড় কমেছে এবং গাড়ির গতি বেড়েছে । তিনি বলেন , এই সব ব্যবস্থা চালু হওয়ায় অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের যাতায়াত ও পরিবহন নিশ্চিত করা সম্ভব।

    অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমান সম্পর্কে পেইচিং পরিবেশ রক্ষা ব্যুরোর উপপ্রধান তু শাওচুং বলেন , অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমান নিশ্চিত করতে চীন পুরোপুরি সক্ষম । তিনি বলেন , জুলাই মাসে পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমান গত বছরের অনুরূপ সময়ের তুলনায় অনেক উন্নত হয়েছে । বিশেষ করে ২০ জুলাইয়ের পর গাড়ির গ্যাসনির্গমনের সঙ্গে জড়িত নানা দুষিত পদার্থের পরিমাণ অনেক কমেছে । আমরা দৃঢ়তার সঙ্গে সঙ্গে সবাইকে বলতে পারি যে , এই সব ব্যবস্থা স্থিতিশীলভাবে ভূমিকা পালন করে যাবে । আমরা অলিম্পিক গেমসকালে আবহাওয়ার গুণগতমান বলিষ্ঠভাবে নিশ্চিত করব ।

    তাছাড়া গণ স্বাস্থ্যরক্ষার ব্যাপারে পেইচিং বিপুল পরিমাণে প্রস্তুতিমূলক কাজও করেছে । পেইচিং শহরের তথ্য বিভাগের মুখপাত্র লিউ চি বলেন , অলিম্পিক গেমসকালে পানি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেইচিং পানি তত্ত্বাবধান কেন্দ্র ও খাদ্য দূষণের পদার্থতত্ত্বাবধানের ওয়েইবসাইট গড়ে তুলেছে । সংশ্লিষ্ট বিভাগ বিশেষ চিকিত্সা দল গঠন করেছে । তারা অতিথিদের চিকিত্সা সেবা দান করবে । তিনি বলেন , আমরা ৩ হাজার সদস্যবিশিষ্ট ৩৭টি চিকিত্সক দল গঠন করেছি । তারা অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও অলিম্পিক পল্লির চিকিত্সা নিশ্চিত করবেন । পাশাপাশি " সবুজ পথ", দোভাষীর ব্যবস্থাএবং " বিশেষ ক্লিনিক অঞ্চল"সহ ২৪টি নির্দিষ্ট হাসপাতাল নির্ধারিত হয়েছে । এই সব হাসপাতাল দেশিবিদেশী অতিথিদের জন্য যথাসময় এবং সার্বিকভাবে চিকিত্সা সেবা প্রদান করবেন ।

    অনুমাণ করা যাচ্ছে , অলিম্পিক গেমস চলাকালে পেইচিং দেশবিদেশের মোট ৩০ লাখ পর্যটক ও দর্শক স্বাগত জানাবে । পেইচিং পর্যটন ব্যুরোর একজন কর্মকর্তা জানান , পর্যটকদের জন্য পেইচিংয়ে যথেষ্ট হোটেল রয়েছে ।এটা দেশিবিদেশী পর্যটক ও বন্ধুদের চাহিদা মেটাতে সক্ষম হবে । এ ছাড়া পেইচিংয়ে প্রায় ৬০০টি পরিবার বিদেশী পর্যটকদের আপায়ন করতে পারবেন ।

    লিউ চি বলেন , গত ৭ বছরে শহরের বুনিয়াদী ব্যবস্থা , জ্বালানি চালিত পরিবহন ব্যবস্থা , পানি ও শহরের পরিবেশ নির্মানে পেইচিং মোট ২৮০ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করেছে ।এখন ব্যাপক পেইচিং নাগরিকরা আন্তরিকতার সঙ্গে অলিম্পিক গেমসের আগমনের অপেক্ষা করছেন । বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিদের স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন ।

    তিনি বলেন, ব্যাপক নাগরিক আমাদের বলিষ্ঠ পৃষ্ঠপোষক। তারা আগ্রহের সঙ্গেবিদেশী ভাষা শিখছেন এবং অলিম্পিক গেমসের জ্ঞান গ্রহণ করছেন এবং বিভিন্ন দেশের রীতিনীতি জানার চেষ্টা করছেন । তারা সক্রিয়ভাবে অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকহিসেবে কাজ করছেন এবং সরকারের প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছেন । এখন তারা হাসিমুখে হাত বাড়িয়ে বিদেশী বন্ধুদের স্বাগত জানাচ্ছেন। চুং শাওলি