v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-04 21:38:47    
পেইচিংয়ের আবহাওয়ার অলিম্পিক মানে প্রবেশ

cri
    আগষ্ট মাস শুরু হওয়ার পর পেইচিংয়ে টানা তিনদিন নীল আকাশ ও সাদা মেঘযুক্ত সুন্দর আবহাওয়া দেখা যাচ্ছে এবং বায়ুর মানও একটি নির্দিষ্ট মানে পৌঁছেছে। ৩ আগষ্ট পেইচিংয়ে চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন , বর্তমানে পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমান নিশ্চিত ব্যবস্থায় নির্ধারিত বিবিধ কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে । পেইচিংয়ের আবহাওয়ার মান এখন "অলিম্পিক মানে" প্রবেশ করেছে ।

    যাতে অলিম্পিক গেমস চলাকালে আবহাওয়ার গুণগতমান নির্ধারিত মানদন্ডে পৌঁছুতে পারে তার জন্য অলিম্পিক প্রস্তুতির প্রক্রিয়ায় পেইচং শহর ও চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে থিয়েনচিন ও হোপেইসহ পেইচিংয়ের আশেপাশের ৫টি প্রদেশ ও কেন্দ্রশাসিত মহানগরের গণ সরকার যৌথভাবে বায়ু দূষণ প্রতিরোধের কাজ চালিয়ে এসেছে । এ দিন একটি সংবাদ সম্মেলনে চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগের প্রধান ফানস ইউয়ানশেন বলেন , এবারের দূষণ নিয়ন্ত্রণ কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । তিনি বলেন , পরিবেশ রক্ষা মন্ত্রণালয় ও তত্ত্বাবধান মন্ত্রণালয় যৌথভাবে এপ্রিল ও জুলাই মাসে দুবার অলিম্পিক গেমসের আবহাওযার গুণগতমান নিশ্চিতকরণ ব্যবস্থার বাস্তবায়নের অবস্থা যাচাই করেছে । শিল্পপ্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ ও বায়ু দূষিত করে এমন শিল্পপ্রতিষ্ঠান, যান্ত্রিক গাড়ি ও তেল স্টেশনের দূষণ নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে বিভিন্ন এলাকা বলিষ্ঠ ব্যবস্থা নেওয়ায় স্পষ্ট সাফল্য অর্জিত হয়েছে । আবহাওয়া নিশ্চিতকরণ ব্যবস্থায় নির্ধারিত নানা কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে ।

    সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে , এ বছরের জানুয়ারী থেকে জুলাই মাস পর্যন্ত সময়ের মধ্যে ৭০ শতাংশ অর্থাত১৪৯ দিনে পেইচিং অঞ্চলের বায়ুর মানের স্বীকৃত মানদন্ড বজায় ছিল অথবা ছাড়িয়ে গেছে । জুলাই মাসের পর কার্বন ও নাইড্রোজেন ডাইঅক্সাইডের ঘণত্ব গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৫শতাংশ ও ২৭ শতাংশ কমেছে এবং বাতাসে বস্তুকণার ঘণত্ব ২৪ শতাংশ কমেছে । যার ফলে বায়ুর মান স্পষ্টভাবে উন্নত হয়েছে ।

    পক্ষান্তরে আবহাওয়ার মান যাতে স্বীকৃত মানদন্ডে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে পেইচিং অঞ্চল বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে । যেমন যান্ত্রিক গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ আরোপ । নির্মাণ ক্ষেত্রে ব্যাপস্থাপনার কাজ জোরদার করা। পরিবেশ গুরতরভাবে দূষিত করে এমন প্রধানশিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন বন্ধ করা বা সীমিত করা ।কয়লা ব্যবহারজনিত নিঃসরণ কমানো এবং অলিম্পিক গেমস চলাকালে পরিবেশ তত্ত্বাবধান ও মূল্যায়নের কাজ জোরদার করা ।

    তাছাড়া পেইচিং , থিয়েনচিন এবং হোপেই তিনটি প্রদেশ ও কেন্দ্রশাসিত মহা নগরের দূষিত পদার্থনির্গমণ সীমিত রাখার ব্যবস্থা জোরদার এবং পেইচিংয়ের আবহাওয়ার গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ বেশি ক্ষতিকরআবহাওয়া মোকাবেলা এবং বায়ুর গুণগতমান নিশ্চিত করার জন্য পরিকল্পনাও প্রণয়ন করেছে । এ সম্পর্কে ফান ইউয়ানশেন বলেন , যে জরুরী ব্যবস্থা নেওয়া হবে তা হবে একটি আঞ্চলিক ব্যবস্থা । গাড়ির কথা ধরা যাক । পেইচিংয়ে আরও দু'লাখ গাড়ির চলাচল নিয়ন্ত্রণে আনা সম্ভব । জোড়-বেজোড় নম্বর পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে থিয়েনচিন শহরে ১৪ লাখ গাড়ির মধ্যে ৩ লাখ ৫০ হাজার গাড়ির চলাচল বন্ধ হয়েছে । জরুরী ব্যবস্থা নেয়ার পর ৭ লাখ গাড়ির চলাচল নিয়ন্ত্রণে আনা যায় এবং হোপেই প্রদেশে ৯ লাখ গাড়ির চলাচল নিয়ন্ত্রনে আনা হবে ।

    ফান ইউয়ানশেন বলেন , বায়ু দুষণ নিয়ন্ত্রণে আনা শুধু একটি অঞ্চলের ব্যাপার তা নয় । এটি গোটা একটি আবহাওয়ামন্ডলীঅঞ্চলের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন করার ব্যাপার । আমরা অব্যাহতভাবে আশেপাশে প্রদেশ ও শহরের কাজ সমন্বয় করে যৌথভাবে উত্তর চীনের আবহাওয়া সমস্যার সমাধান করব । পাশাপাশি আমরা অলিম্পিক গেমসের সুযোগে আঞ্চলিক পর্যায়ে আবহাওয়া দূষণ নিয়ন্ত্রণ করার কাজ তরান্বিত করব । চুং শাওলি