৩ আগস্ট চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও রাষ্ট্রীয় পরিষদের আদেশনামা স্বাক্ষর করে " ব্যবস্থাপকদের একীকরণ আবেদনের মানদন্ডের নিয়ম" প্রকাশ করেছেন ।
চীন সরকার বলেছে, এ নিয়ম " চীন গণ প্রজাতন্ত্রের একচেটিয়া বিরোধী আইন" অনুসারে তৈরী হয়েছে। এর লক্ষ্য হচ্ছে ব্যবস্থাপকদের একীকরণ আবেদনের মানদন্ড স্থির করা।
নিয়ম অনুযায়ী, ব্যবস্থাপকদের একীভূতকরণ হচ্ছে ব্যবস্থাপকদেরকে কেন্দ্রেরানাঃন্ত্রণে রাখা । ব্যবস্থাপকরা শেয়ার ব্যবসায়ীদের অধিকারসহ অন্যান্য উপায়ের মাধ্যমে অন্যান্য ব্যবস্থাপকদের নিয়ন্ত্রণাধিকার পাবেন অথবা অন্যান্য ব্যবস্থাপকদের ওপর নির্ণায়ক প্রভাব ফেলতে সক্ষম হবেন।
নিয়মে বলা হয়েছে, এ সব মানদন্ডের অন্যতম বিষয়টির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে ব্যবস্থাপকগণের উচিত রাষ্ট্রীয় পরিষদের প্রধান বাণিজ্যিক বিভাগকে আবেদনের মাধ্যমে অবহিত করা।এটা না হলে তাদের একীভূতকরণ সম্ভব হবে না।
এ নিয়ম এদিন থেকে চালু হয়।--ওয়াং হাইমান
|