১৮তম বিশ্ব অনুবাদ সম্মেলন ৪ আগস্ট চীনের পূর্বাঞ্চলীয় শহর শাং হাইতে শুরু হয়েছে। আন্তর্জাতিক অনুবাদক ফেডারেশন এই প্রথমবারের মতো চীনে এবং এশীয় অঞ্চলে আন্তর্জাতিক অনুবাদকদের এক মহাসম্মিলনীর আয়োজন করছে ।
আন্তর্জাতিক অনুবাদক ফেডারেশনের চেয়ারম্যান পিটার ক্রাউস্তেক বলেন, আন্তর্জাতিক অনুবাদক ফেডারেশনের শাং হাইকে এ মহাসম্মিলনীর জন্য বেছে নেয়ার ফলে এটা প্রতিফলিত হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে অনুবাদ শুধু ইতিহাস নয়, বরং বিশ্বের অনুবাদ বিষয়ের উন্নয়নে চীন অপরিহার্য ভূমিকা পালন করেছে।
জাতিসংঘ এবং ই ইউ' কমিটিসহ ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক অনুবাদক মহলের প্রতিনিধি এবং বিশ্বের ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের অনুবাদ ক্ষেত্রের ১ হাজার ৫ শ বিশেষজ্ঞ ও পন্ডিত এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। --ওয়াং হাইমান
|