কম্পুচিয়ার মন্ত্রীসভা কার্যালয়ের একজন মুখপাত্র ৩ আগস্ট জানিয়েছে , এর আগে প্রিয়াহ্ ভিহেয়ার মন্দিরের কাছাকাছি একটি মন্দিরে ঢোকার পর থাইল্যান্ডের সেনাবাহিনী কম্পুচিয়ার আরেকটি মন্দিরে প্রবেশ করেছে।
এ মুখপাত্র আরো বলেন, এ মন্দির প্রিয়াহ্ ভিহেয়ার প্রদেশের কাছাকাছি খেট ওদ্দোর মিয়ানছি প্রদেশের সীমান্ত অঞ্চলে অবস্থিত। এ দু'টি মন্দিরই কম্পুচিয়ার ভূ-ভাগে রয়েছে । তিনি বলেন, কম্পুচিয়ার সীমান্ত রক্ষী দলকে মন্দিরের কাছাকাছি অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে দু'পক্ষের নির্দিষ্ট সৈন্য সংখ্যা সম্পর্কে তিনি কিছু জানান নি। --ওয়াং হাইমান
|