সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে বলা হয়েছে , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার সূত্রে জানা গেছে , ২৪ এপ্রিল দেশীয় পর্যটকদের ভ্রমণ এবং ২৫ জুন বিদেশী পর্যটকদের ভ্রমণ আবার শুরু হওয়ার পর তিব্বতের পর্যটন বাজার প্রতি মাসেই সরগরম হয়ে উঠছে । তিব্বতের পর্যটন বিভাগ অনুমাণ করছে যে , আগস্ট মাসে তিব্বতে আসা পর্যটকের সংখ্যা বিপুল মাত্রায় বাড়বে ।
তিব্বত পর্যটন ব্যুরোর এক পরিসংখ্যান অনুসারে জুন মাসে তিব্বতে আসা পর্যটকের সংখ্যা ৯৬ হাজার এবং জুলাই মাসে এ সংখ্যা সাড়ে ৩ লাখ ছিল ।
তিব্বত পর্যটন বিভাগের ধারণায় ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস আয়োজন , লাসার সুয়েতুন উত্সব ও তৃতীয় নামুছো আন্তর্জাতিক হাটন সমাবেশ আয়োজনের কারণে গত বছরের একই সময়ের মত আরো বেশি সংখ্যক পর্যটক তিব্বতে সমবেত হবেন ।
|