সার্কের দু'দিনব্যাপী ১৫তম শীর্ষ সম্মেলন ৩ আগষ্ট শ্রীলংকার রাজধানী কলম্বোতে শেষ হয়েছে।
সম্মেলনে " সব ধরনের সন্ত্রাসী ও বর্বরোচিত তত্পরতার " বিরোধিতা করে "কলম্বো ঘোষণা" গৃহীত হয়েছে। ঘোষণাটিতে সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধের ওপর আঘাত হানার জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আরো জোর সহযোগিতা চালানোর আহ্বান জানানো হয়েছে। ঘোষণায় সতর্কবানী উচ্চারণ করে বলা হয়েছে তেলের মূল্যবৃদ্ধি জনবহুল দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতিতে হুমকি হয়ে দেখা দিয়েছে। সুতরাং এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সহযোগিতা ও জ্বালানি অবকাঠামোর নির্মান জোরদার করা অত্যন্ত প্রয়োজনীয়।
|