ভারতের প্রচার মাধ্যমের খবরে জানা গেছে, ৩ আগস্ট ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে ১৪৫জন হিন্দু পুর্ণ্যাথী নিহত হয়েছেন। এছাড়া ৪০জন আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশীর ভাগ নারী ও শিশু।
দুঘর্টনার আগে পাহাড়ের শৃঙ্গে অবস্থিত এই মন্দিরে ১০ হাজারের মতো পুণ্যার্থী ছিলেন। তারা ১০ দিনব্যাপী ধর্মীয় মেলায় অংশ নিতে এসেছিলেন। ভীড়ের চাপে মন্দিরের বাইরে একটি রেলিং হঠাত ধসে পড়লে কয়েক জন পুণ্যার্থী পাহাড় শৃঙ্গ থেকে নীচে পড়ে যায়। এ সময় আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে এই পদদলনের ঘটনা ঘটে।
একটি খবরে বলা হয়েছে, দুর্গম পাহাড়ী রাস্তা প্রতিকূল আবহওয়ার কারনে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন। একজন পুলিশ বলেন, ৩ আগস্ট সন্ধ্যা পযর্ন্ত অধিবাংশ আহতকে হাসপাতলে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে।প
|