চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৩ আগস্ট পেইচিংয়ের অলিম্পিক স্টেডিয়াম এবং নিশ্চয়তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, নিশ্চয়তার নানা কাজ ভালোভাবে করতে হবে। সত্যি সত্যি পেইচিং অলিম্পিক গেমসকে আন্তর্জাতিক সম্প্রদায়, খেলোয়াড়গণ এবং জনগণের সন্তুষ্টি অনুযায়ী একটি আন্তর্জাতিক মহা সম্মিলনীর আয়োজন করতে হবে।
পরিদর্শনকালে ওয়েন চিয়া পাও বলেন, চীন একটি দায়িত্ববোধ সম্পন্ন দেশ। চীন অবশ্যই অলিম্পিক গেমস সংক্রান্ত নানা প্রতিশ্রুতি পালন করে একটি বৈশিষ্ট্যময় ও উচ্চ মানের অলিম্পিক গেমস আয়োজন করবে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং বুনিয়াদী ব্যবস্থা, স্টেডিয়াম, সবুজায়ন ও পরিবেশ রক্ষা সম্পর্কিত নির্মাণকাজ করেছে। এক দিকে, অলিম্পিক গেমসের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে, অন্য দিকে, পেইচিংয়ের টেকসই উন্নয়ন ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নের জন্যও সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা করেন, অলিম্পিক গেমসের পর পেইচিংয়ের পরিবেশ আরো অনেক ভালো হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|