চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের তৃণমূল প্রশাসন ও কমিউনিটি নির্মাণ বিভাগের উপমহাপরিচালক ওয়াং চিন হুয়া ৩ আগস্ট পেইচিং বলেছেন , " গ্রাম কমিটির সাংগঠনিক আইন" সংশোধনের সময় চীন কৃষক শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার সমস্যা বিবেচনা করে দেখবে ।
ওয়াং চিন হুয়া এক সংবাদ সম্মেলনে বলেন , এখন চীনের কেন্দ্রীয় সরকার কৃষক শ্রমিকদের অধিকার রক্ষার জন্যে কয়েকটি নীতি প্রণয়ন করেছে । এসব নীতি অনুযায়ী কৃষক শ্রমিকরা যেসব কমিউনিটিতে বসবাস করেন , সেসব কমিউনিটিতে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সমস্যা নিয়ে আলোচনার সময় তাদের মতামত গ্রহণ করা হবে , স্থানীয় অধিবাসীদের মত একই অধিকার ভোগ করার জন্যে স্থানীয় কমিউনিটির সংগে মিশে যেতে কৃষক শ্রমিকদের উত্সাহিত করা হবে এবং সমিতি ও ট্রেড ইউয়ান গঠন করতে তাদের উত্সাহিত করা হবে , যাতে তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা যায় ।
|