v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-03 17:32:52    
পেইচিং অলিম্পিক গেমসের আয়োজন পেইচিং উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেঃ ওয়াং হাই ফিং

cri

    পেইচিং অলিম্পিক গেমসের আয়োজন পেইচিং উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে অবকাঠামো স্থাপনার পুঁজি বিনিয়োগ ও ভোক্তার সংখ্যা বৃদ্ধি এবং পেইচিংয়ের বিশ্বমুখী উন্মুক্তকরণ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার হচ্ছে। পেইচিং-এর সকল অধিবাসী এর ফলে লাভবান হবেন। ৩ আগস্ট পেইচিং উন্নয়ন এবং সংস্কার কমিশনের উপমহাপরিচালক ওয়াং হাই ফিং পেইচিং আন্তর্জাতিক সংবাদ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

    তিনি বলেন, ২০০৭ সালে পেইচিং শহরের অর্থনীতির উন্নয়নের পরিমাণ সাত বছর আগের তুলনায় দ্বিগুন। বার্ষিক বৃদ্ধির হার ১২.৪ শতাংশ। মাথাপিছু জি ডি পি সাত বছরে ৩ হাজার ২৬২ মার্কিন ডালার থেকে ৭ হাজার ৬৫৪ মার্কিন ডলারে উন্নত হয়েছে। এ বছর যা ৮ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গত সাত বছরে শহরের অধিবাসীদের মাথাপিছু আয় ১০ শতাংশকর বেড়েছে।

    তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং-এর শিল্প কাঠামো আরো বেশি সুবিন্যস্ত হয়েছে। জি ডি পি'র ৭০ শতাংশই হচ্ছে সেবা শিল্পের প্রবৃদ্ধিগত উত্পাদন। পেইচিং আরও সক্রিয়ভাবে সবুজ অলিম্পিক ধারণা বাস্তবায়ন করেছে। জ্বালানি সাশ্রয় ও নিঃসরণ কমানোর ব্যাপারে চীনের অর্জিত সাফল্য উল্লেখযোগ্য । ২০০৭ সালে ১০ হাজার ইউয়ান জি ডি পি' জ্বালানি সাশ্রয় ২০০৬ সালের তুলনায় ৬০ শতাংশ কম । জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে পেইচিং সারা দেশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। --ওয়াং হাইমান