v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-08-01 19:58:36    
আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন

cri
ফরিদপুর জেলার শ্রোতা এস এম গোলাম সারোয়ার তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন পুরাতন শ্রোতা। বিগত ২২ বছর যাবত আমি সি আর আই এর বাংলা বিভাগে শ্রোতা হিসেবে চিঠি পত্র লিখে যোগাযোগ রক্ষা করে আসছি। এ পযর্ন্ত চীন আন্তর্জাতিক বেতারে যতগুলো পরিবর্তন হয়েছে শ্রোতা হওয়ার পর থেকে আমি তা দেখেছি। এবং অনুভব করেছি প্রতিটি পরিবর্তন যেন সময়ের সাথে তাল মেলানো। যার কারনে সি আর আই এর সকল ভক্ত শ্রোতা তা স্বাদরে গ্রহণ করে নিয়েছে। ২০০৮ সালের পরিবর্তন সি আর আই এর এক ঐতিহাসিক ঘটনা। সি আর আই এর উন্নতি আর অগ্রগতির যেন আরো এক ধাপ এগিয়ে চলার সূচনা। আমি আমার পক্ষ থেকে এবং আমাদের শ্রোতা ক্লাবের পক্ষ থেকে ২০০৮ সালের নতুন পরিবর্তনকে স্বাগতম জানাই। আগামী পরিবর্তনের আগ পযর্ন্ত এই পরিবর্তনকে নিয়মিত শুনব এবং মতামত জানিয়ে চিঠি লিখব কথা দিলাম।

গোলাম সারোয়ার ভাই। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। প্রতি মাসে আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আমাদের বাংলা অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য বাংলা বিভাগের সকল কর্মীর পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি , আপনার ক্নাব সি আর আইএর প্রভাব শ্রোতাদের মধ্যে আরও বাড়ানোর জন্য অনেক কাজ করেছে। এ জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান আরও ভাল করার জন্য আপনার ভাল পরামর্শ দরকার।

নওগাঁ জেলার শ্রোতা সুলতান মাহমুদ সরকার তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শুনি, বন্ধুদের অনুষ্ঠান শুনতে বলি এবং এলাকার যারা অনুষ্ঠান শুনে তাদের সাথে প্রচারতি অনুষ্ঠান গুলো নিয়ে আলাপ-আলোচনা করে থাকি। অনেক শ্রোতা অনুষ্ঠানের গুণগত মান নিয়ে প্রশ্ন করে থাকেন আমি নিন্তু তাদের বিপক্ষে। কারন একটা অনুষ্ঠান করতে আপনাদের অনেক পরিশ্রম করতে হয় । সে ক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারিনা যে, আপনাদের অনুষ্ঠান ভাল লাগেনা। বরং প্রতিটি অনুষ্ঠানের পিছনে রয়েছে জ্ঞান ও সৃজনশীল চিন্তার খোরাক। তাই আপনাদের সকল অনুষ্ঠান আমার ভাল লাগে।

প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য । আমরা ভালভাবে জানি, আমাদের অনুষ্ঠানে অনেক ক্রুটি রয়েছে। অনুষ্ঠান আরও ভাল করার জন্য অনেক কিছু করবার আছে। আপনি ঠিক বলেছেন, একটি অনুষ্ঠান করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তবু যখন শ্রোতাদের কথা মনে পড়ে তখন আমাদের কাজকর্মের আগ্রহ বড়ে যায় । কারন শ্রোতাদের আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি প্রায় সসম্ভব । শ্রোতাদের আশাহত না করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালাবো। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা মস্তাফা কামাল তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই আমার খুব প্রিয় বেতার। প্রতি দিন অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব রেডিও নিয়ে অধীর আগ্রহে বসে থাকি। আর ভাবতে থাকি । এ অনুষ্ঠানটি শুনতে কোনদিনও ভূল হয়না। প্রতিটি সুর যেন হৃদয়ের ভেতরে এক রকম আনন্দের স্পর্শ পেয়। চীনের সংগীতও আমার কাছে খুব প্রিয়। আর চীনের সংগীতের সুর আরও ভাল লাগে। অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে এক সপ্তাহের জন্য মন খারাপ করে বসে থাকি। বতর্মানে আপনাদের অনুষ্ঠানের বেশ পরিবর্তন হয়েছে। কিন্তু সুরের ভূবন অনুষ্ঠানের পরিবর্তন না করায় সি আর আই কতৃর্পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত আপনার চিঠি পেয়ে থাকি। সুরের ভূবন আমাদের নিদির্ষ্ট আসর বলে কোন দিন আমাদের অনুষ্ঠানসূচী থেকে মুছে দেবে না। অনেক শ্রোতা আপনার মতো চীনের সংগীত পছন্দ করেন। চীনের সঙ্গীতসত্যিই স্ববৈশিষ্ট্যসম্পন্ন। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। সুরের ভূরন অনুষ্ঠান সম্বন্ধে যদি আপনার কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনাদের পরার্মশ দরকার।

(সংগীত ৪) শ্রোতা বন্ধুরা, এখন একটি বাংলা গান শুনবেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের প্রতি রবিবারের বিশেষ অনুষ্ঠান " শ্রোতা সন্ধ্যা"। শ্রোতা সন্ধ্যা আপানাদের নিজস্ব অনুষ্ঠান। চীন সম্পর্কে কোনো প্রশ্ন বা চীন আন্তর্জাতিক বেতার সর্ম্পকে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। ভাল থাকুন স্বস্থ্য থাকুন , আগামী সপ্তাহে আবার কথা হবে।