আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানী নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা দায়ের করতে দ্রুত নিরাপত্তা পরিষদের উদ্যোগকে করা সমর্থন করে।
জাতিসংঘ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া ৩১ জুলাই এ কথা বলেন। ওয়াং কুয়াং ইয়া বলেন, এখন সুদানের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে জাতিসংঘের জন্য সুদান সরকারের পারস্পরিক রাজনৈতিক আস্থা ও সহযোগিতা পরিবেশ গুরুতর ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে দারফুরের অস্থিতিশীল ও সংঘাতপূর্ণ অবস্থার আরো অবনতি হবে।
ওয়াং কুয়াং ইয়া বলেন, চীন মনে করে, নিরাপত্তা পরিষদের উচিত সুদানের সকল শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করা। দারফুরের রাজনৈতিক প্রক্রিয়া ও শান্তি রক্ষার অবস্থা নিশ্চিত করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, চীন আফ্রিকান ইউনিয়নের যথাযথ অনুমোদনকে সমর্থন করে। চীন নিরাপত্তা পরিষদকে সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী খুব শিগগিরি ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আদালত কর্তৃক সুদানের নেতাদের বিরুদ্ধ মামলা দায়ের বন্ধ করার আবেদন জানিয়েছে।
ছাই ইউয়ে
|