১ আগষ্ট সকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্র আয়োজিত একটি তথ্য ব্রিফিংয়ে পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা পরিচালনা কেন্দ্রের সেনা কর্ম বিভাগের প্রধান সিনিয়র কর্নেল তিয়েন ই শাং বিস্তারিতভাবে আসন্ন পেইচিং অলিম্পিক গেমসে চীনা সেনাবাহিনীর সাতটি দায়িত্ব ব্যাখ্যা করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সাতটি দায়িত্ব হল: পেইচিং শহর ও পেইচিং শহরের বাইরের আকাশের নিরাপত্তা ও উড্ডয়ন নিয়ন্ত্রণ , সামুদ্রিক প্রতিযোগিতা অঞ্চল ও এ অঞ্চলের নিকটবর্তী জলসীমার নিরাপত্তা, গণ নিরাপত্তা বিভাগের সন্ত্রাসী ঘটনা মোকাবেলায় সহায়তা , গোয়েন্দা সরবরাহ , জরুরী উদ্ধার ও ত্রাণ কাজ সংগঠন, হেলিকপ্টার পরিবহণ , অলিম্পিক গেমস চলাকালে সীমান্তের প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রের নিরাপত্তা কাজ।
তিনি বলেন, আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের গণ মুক্তি ফৌজের স্থল,নৌ ও বিমান বাহিনীর প্রায় ৩৪ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
|