 ১ আগস্ট সকালে চীনের উত্তরাঞ্চলীয় শহর থিয়ান চিংয়ের নতুন অঞ্চল পিন হাইয়ে সুষ্ঠুভাবে অলিম্পিক মশাল হস্তান্তর শেষ হয়েছে।

সকাল ৮টায় থিয়ান চিং বন্দর চত্বরে মশাল হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রথম মশাল বাহক ছিলেন জাতীয় আদর্শ শ্রমিক খং শিয়াং রুই। থিয়ান চিংয়ের নতুন অঞ্চল পিন হাইয়ে মশালযাত্রার মোট দৈর্ঘ্য ছিল ১৬ কিলোমিটার। ১৯১জন মশাল বাহক এতে অংশ নেন।

সকাল ১১টায় পিন হাই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ মশাল বাহক থিয়ান চিং প্রতিবন্ধী কল্যাণ তহবিলের প্রধান হুয়াং ছি শিং পবিত্র আধারে অগ্নি প্রজ্বলন করেন।
২ আগস্ট থিয়ান চিং শহরের কেন্দ্রীয় অঞ্চলে পিন হাইয়ে অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠিত হবে।(শিয়ে নান)
|