১ আগস্ট সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও খোমেতো পার্টির প্রতিনিধি ওতা আকিহিরোর সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে মন্ত্রিসভা পুনর্গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন।
বৈঠকের পর আকিহিরো বলেন, ফুকুদা মন্ত্রিসভা পুনর্গঠনে খোমেতো পার্টির সাহায্য চেয়েছেন। ফুকুদা বলেন, নতুন মন্ত্রিসভাকে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনীতির অধোগতি, সমাজে বয়সক মানুষের আধিক্য এবং বেশী বয়সে সন্তান নেয়ার সমস্যা মোকাবিলা করতে হবে।
এন এইচ কে টিভির খবরে জানা গেছে, বর্তমানের মুখ্য মন্ত্রিসভা সচিব মাছিমুরা নবুতাকা তার পদে বহাল থাকবেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহা সচিব ইবুকি বুনমেই মন্ত্রিসভায় যোগদান করবেন। খোমেতো পার্টির একটি সদস্য মন্ত্রিসভায় থাকবেন। এছাড়া ফুকুদা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক মহা সচিব আসো তারোকে ঐ পার্টির মহা সচিব নিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, সবকিছু সুষ্ঠুভাবে চললে ১ আগস্ট ফুকুদার প্রাথমিকভাবে মন্ত্রিসভার পুনর্গঠন করার কথা। নতুন মন্ত্রিসভা সদস্যদের নামের তালিকা ২ আগস্ট রাজার অনুমোদন পাবে।
খোং চিয়া চিয়া
|