৩১ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ১৮২৮ নম্বর প্রস্তাবে দারফুরে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তিরক্ষী বাহিনীর কার্যমেয়াদ আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিন রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যসহ ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকে।
প্রস্তাবে বিভিন্ন দেশের প্রতি শান্তিরক্ষী বাহিনীর জন্য হেলিকপ্টার, বিমান পর্যবেক্ষণ, স্থল পরিবহণ, সেনা ও লজিস্টিক সরবরাহের নিশ্চয়তাসহ বিভিন্ন সাহায্য দেয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বিশেষভাবে সাহায্যকারী দেশগুলোর অব্যাহত সাহায্যের ওপর জো দেওয়া হয়েছে, যাতে শান্তিরক্ষা বাহিনীতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণ ও সাজ-সরঞ্জামের মান বাড়ানো যায়। (লিলি)
|