১৪ বছর ধরে উপর্যুপরি আলোচনার পর চীনের 'অর্থনৈতিক সংবিধান' বলে অভিহিত 'একচেটিয়া বিরোধী আইন' অবশেষে ১ আগস্ট থেকে চালু হয়েছে।
জানা গেছে, বিভিন্ন দেশের একচেটিয়া বিরোধী আইন প্রণয়ন থেকে শিক্ষা গ্রহণ করে চীন এ আইনের মৌলিক নীতি ও বিষয়াবলী নির্ধারণ করেছে। এ আইন অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় পরিষদ একচেটিয়া বিরোধী কমিটি গঠন করবে। বিদেশী পুঁজির শিল্প প্রতিষ্ঠান চীনের কোনো শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হলে কিংবা অধিগ্রহণ করলে একচেটিয়া বিরোধী এবং জাতীয় নিরাপত্তা উভয় ক্ষেত্রে যাচাই করিয়ে নিতে হবে। এ আইন আর্থিক একচেটিয়া দমনের পাশাপাশি প্রশাসনিক একচেটিয়াও নিয়ন্ত্রণ করবে।
চীনে এ আইনের কার্যকর হওয়ায দেশে বিদেশের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। চীনের কিছু বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান এ আইনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। চীনের আমেরিকান বণিক সমিতিও এই আইনকে স্বাগত জানিয়েছে। এ সমিতি মনে করে, এটা হচ্ছে চীনের আইন ব্যবস্থা উন্নয়নের প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।তারা বলেছে, চীন বাজার অর্থনীতি উন্নয়নের প্রক্রিয়ায় একটি সক্রিয় পদক্ষেপ নিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|