১ আগস্ট সেনাবাহিনী দিবস অর্থাত্ চীনের গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৮১তম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন দেশে চীনের দূতাবাস ও সংস্থাগুলো পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
৩১ জুলাই রাশিয়ায় চীনা দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাশিয়া চীনা গণ মুক্তি ফৌজকে ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উষ্ণ অভিনন্দন জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা গণ মুক্তি ফৌজের আধুনিকায়নের ক্ষেত্রে অর্জিত বিরাট সাফল্য ও সিছুয়ান ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ কাজে গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেছে রাশিয়া। এ ছাড়া তারা রাশিয়া পেইচিং অলিম্পিক গেমসের সফলতা কামনা করেছে।
একই দিন নিউজিল্যান্ডে চীনা দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দূতাবাসের সামরিক অ্যাট্যাশে সিনিয়র কর্নেল চাং পিং সিছুয়ানের ওয়েনছুয়ান ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণ কাজ এবং চীন সরকার সংগঠিত আন্তর্জাতিক উদ্ধার ও ত্রাণ কাজে চীনা গণ মুক্তি ফৌজের অংশ গ্রহণের চিত্র তুলে ধরেন। কিরখিজস্তানে চীনা দূতাবাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দূতাবাসের সামরিক অ্যাট্যাশে সিনিয়র কর্নেল সু লান জুই চীনা গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৮১ বছরের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তা ছাড়া, মঙ্গোলিয়া, স্পেন, বাংলাদেশ, কুয়েতসহ নানা দেশে চীন দূতাবাস পৃথক পৃথকভাবে সেনাবাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|