আসন্ন এশিয়া সফরের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ৩০ জুলাই ওয়াশিংটনে চীন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের সাংবাদিকদেরকে দেওয়া যৌথ সাক্ষাত্কারে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেছেন এবং পেইচিংয়ে এসে অলিম্পিক গেমস দেখবেন বলে প্রত্যাশা প্রকাশ করেছেন।
বুশ বলেন, তাঁর কার্যমেয়াদে যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃবৃন্দ আন্তরিক কর্ম সম্পর্ক গড়ে তুলেছেন। দু'দেশের সংলাপ ও পারস্পরিক আস্থা অব্যাহতভাবে জোরদার হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট বুশ জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যিনিই তাকে স্থলাভিষিক্ত করে মার্কিন প্রেসিডেন্ট হোন না কেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চীনের সঙ্গে 'সক্রিয় যোগাযোগ' নীতি অনুসরণ করবে।
পেইচিং অলিম্পিক সম্পর্কে বুশ বলেন, তিনি নিজে এবং যুক্তরাষ্ট্রের সকল মানুষ চীনা জনগণ, চীনের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান করে। অলিম্পিক গেমসে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়ে তিনি গর্বিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|