v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-31 19:01:56    
পেইচিং অলিম্পিক গেমসের নবনির্মিত স্টেডিয়াম ও ভেণ্যুতে উন্নত প্রযুক্তির ব্যবহার

cri
     ২৯তম বিশ্ব অলিম্পিক গেমসের জন্য পেইচিং শহরে মোট ১২টি নতুন স্টেডিয়াম ও ভেণ্যু নির্মাণ করা হয়েছে । এ সব স্টেডিয়াম ও ভেণ্যুতে অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে , যার মাধ্যমে বিজ্ঞাসসম্মত অলিম্পিকের ধারণা প্রতিফলিত হয়েছে ।

    পেইচিংয়ের উত্তর-পূর্বাঞ্চলের অলিম্পিক ওয়াটার পার্ক নবনির্মিত স্টেডিয়াম ও ভেণ্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় । এ ভেণ্যুর জলাধারের আয়তন ৬.৪ লাখ বর্গমিটার । এটির ডিজাইনার লি তান সংবাদদাতাকে জানান , অলিম্পিক ওয়াটার পার্কে রোয়িং ও ক্যানোয়িং দুটি প্রতিযোগিতাই করা যাবে । এতে যেমন নির্মাণের ব্যয় সাশ্রয় হয়েছে , তেমনি অলিম্পিক গেমসের পর ভেণ্যুটির ব্যবহারও সুবিধাজনক হবে । তিনি বলেন , অলিম্পিক ওয়াটার পার্ক ডিজাইনের আগে আমরা পূর্ববর্তী অলিম্পিক গেমসগুলোর রোয়িং ও ক্যানোয়িং ভেণ্যুগুলো পরিদর্শন করেছি । এ সব ভেণ্যুতে স্থির পানির ক্যানোয়িংও ঢেউসমৃদ্ধ পানির ক্যানোয়িং ভেণ্যু আলাদাভাবে নির্মাণ করা হয়েছে । তবে চীনের অলিম্পিক ওয়াটার পার্কে এ দুটি প্রতিযোগিতা একটি ভেণ্যুতেই করা যাবে।

    জানা গেছে , পেইচিং অলিম্পিক গেমসের রোয়িং , ক্যানোয়িং ও ম্যারাথন সাঁতার প্রতিযোগিতা আর প্রতিবন্ধী অলিম্পিক গেমসের রোয়িং প্রতিযোগিতা এ ভেণ্যুতে অনুষ্ঠিত হবে । এ সব প্রতিযোগিতার স্বর্ণপদকের সংখ্যা ৩২টি , যা অলিম্পিক গেমসের স্বর্ণপদকের মোট সংখ্যার দশ ভাগের এক ভাগ ।

    কিছু দিন আগে ওয়াটার পার্কে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা এ ওয়াটার পার্কের ভূয়সী প্রশংসা করেছেন । একজন ক্রীড়াবিদ বলেন ,সেখানকার নৌপথ আন্তর্জাতিক মানসম্মত । আরেকজন ক্রীড়াবিদ বলেন , এই ভেণ্যু দেখতে অত্যন্ত সুন্দর । চার পাশের পরিবেশ মনোরম , পার্কের সাজসরঞ্জাম উন্নত , এটাকে প্রথম শ্রেণীর ভেণ্যু বলা যায় ।

    অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও ভেন্যু নির্মাণে জ্বালানী সাশ্রয় ও পরিবেশ রক্ষার জন্য প্রযুক্তিবিদরানতুন প্রযুক্তি ব্যবহার করেছেন ।

    অলিম্পিক ওয়াটার পার্কের পানি সরবরাহ ব্যবস্থায় আবর্তনশীল ব্যবস্থা বসানোর পর ভেণ্যুর দূষিত পানি পরিশোধনকরা সম্ভব হয়েছে । এর পাশাপাশি এ ভেণ্যুতে মাটির নীচের উত্তাপ সংগ্রহসহ নানা নতুন প্রযুক্তি ব্যবহার করে ভেণ্যুর গরম পানি সরবরাহ ও তাপ নিয়ন্ত্রন নিশ্চিত করা হয়েছে ।

 পেইচিংয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত শ্যুটিংভবনে পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের রাইফেল ও পিস্তলের দশটি ইভেন্টের প্রতিযোগিতা হবে । এ ভেণ্যুর একটি বৈশিষ্ট্য হলো এর কিছু অংশ ঘরের ভিতর আর কিছু অংশ খোলা মাঠে । নিশানাবিদরা ঘরে থাকবেন , তবে টার্গেটগুলো থাকবে বাইরের খোলা মাঠে । এ ভেণ্যুর ডিজাইনার ছি পিং বলেন , শুটিং ভবন একটি বৈশিষ্ট্যপূর্ণ স্থাপত্য । পরিবেশ রক্ষা ও জ্বালানী সাশ্রয়ের জন্য এ ভবনের বিশ্রামাগারে বাইরের দৃশ্য স্পষ্টভাবে দেখার ব্যবস্থা করা হয়েছে । ভবনের বাইরে ' নিঃশ্বাস দেওয়াল' নির্মিত হয়েছে । এই নিঃশ্বাস দেওয়াল এক ধরনের উন্নত জ্বালানী সাশ্রয় প্রযুক্তি। এ প্রযুক্তির কল্যাণে তাপমাত্রার পরিবর্তন অনুসারে বাইরের ঠান্ডা ও গরম বাতাস ঘরের বাতাসের সঙ্গে বিনিময় করা যায় , এতে ঘরের ক্রীড়াবিদরা বাইরের বাতাস অনুভব করতে পারেন । ঘরের ক্রীড়াবিদরা মোটা কাপড় পরলেও গরম অনুভব করবেন না । এ নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে এ ভেণ্যুতে এ সি ব্যবহারের প্রয়োজন নেই ।

    পেইচিংয়ের নবনির্মিত জাতীয় স্টেডিয়াম--বার্ডনেস্টে চীনের গবেষণা থেকে তৈরী নতুন রোল্ড ইস্পাত ব্যবহার করা হয়েছে । এ রোল্ড ইস্পাতের তৈরী বার্ডনেস্টের জাল আকারের কাঠামো বৈশিষ্ট্যপূর্ণ । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য চীন মোট দশ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে । (ফোং সিউ ছিয়েন )