৩০ জুলাই নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাদের নেতৃত্বে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে।
নেপালের প্রেসিডেন্ট রাম বরন যাদবের সঙ্গে মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্ডের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দু'নেতা সরকার গঠনের বিষয়ে আলোচনা করেন। প্রচন্ড বলেছেন, যৌথ সরকার গঠনের জন্য মাওবাদী সিপিআই সাংবিধানিক পরিষদের সকল দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছে।
৩০ জুলাই প্রেসিডেন্ট যাদব সাংবিধানিক পরিষদের বৃহত্তম দল নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টিকে অন্যান্য দলের সঙ্গে মতৈক্যের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠনের আহ্বান জানান।(লিলু)
|