v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-31 15:05:21    
পেইচিং হাইটেক শিল্পপ্রতিষ্ঠার উদ্যোগ ও উদ্ভাবনের সফল গল্প

cri
    পশ্চিম-উত্তর পেইচিংয়ে পেইচিং জুং কুয়ান চুন প্রযুক্তি অঞ্চলঅবস্থিত। এ অঞ্চলে প্রায় ২০ হাজার হাইটেক শিল্প্রতিষ্ঠান আছে। গত কয়েক বছরে সরকারের সমর্থনে এ কোম্পানিগুলো অনেক নতুন পন্য এবং প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ পণ্য এবং প্রযুক্তিগুলো আন্তর্জাতিক মানসম্মত হিসেবে মর্যাদা পেয়েছে।

    জুং কুয়ান চুন প্রযুক্তি অঞ্চলে চীনের অনেক নবায়ন ও উদ্ভাবন শিল্প প্রতিষ্ঠান আছে। লেনোভা, সোহু, হুয়া ছি তথ্য ডিজিটাল টেকনোলোজি, ইয়ুং ইয়ুওসহ বিভিন্ন বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান এখান থেকে বিশ্বব্যাপী এগিয়ে চলেছে। এ শিল্প প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনে উত্সাহিত করার জন্য গত কয়েক বছরে জুং কুয়াং চুন প্রযুক্তি অঞ্চল কর্তৃপক্ষ চীনের প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে " শতাধিক উদ্ভাবনী শিল্প প্রতিষ্ঠানের পরীক্ষামূলক কার্যক্রম" পরিকল্পনা চালু করেছে। ১০০টি নতুন শিল্প পণ্য উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে প্রথম পরীক্ষামূলক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে বাছাই করা হয়েছে।

    আই.জি. আর.এস. ইঞ্জিনিয়ারিং ল্যাব লিমিটেড এ পরীক্ষামূলক কার্যক্রমে নির্বাচিত একটি কোম্পানি। ২০০৫ সালে লেনোভা, ছাং হোং এবং কাং চিয়াসহ চীনের ৮টি কম্পিউটার ও ইলেক্ট্রনিক পণ্য উত্পাদনকারী কোম্পানি যৌথভাবে আই.জি. আর.এস. ইঞ্জিনিয়ারি ল্যাব লিমিটেড গঠন করেছে। আই.জি. আর.এস. এ্যাজিনিয়ারিং ল্যাব লিমিটেডের প্রধান কাজ হলো "ইণ্টেলিজেণ্ট গ্রুপিং ও রিসোর্সিং চুক্তি" প্রণয়ন করা, অর্থাত্ নিদিষ্ট অঞ্চলে বিভিন্ন কম্পিউটার, ইলেকট্রোনিক দ্রব্যসহ বিভিন্ন ব্যবস্থপনার ইণ্টেলিজেন্স গ্রুপিং ও তথ্য সম্পদ ভোগাভোগি এবং সমন্বয় সেবা বাস্তবায়ন করা। আই.জি. আর.এস. ইঞ্জিনিয়ারি ল্যাব লিমিটেডের প্রধান স্যুন ইয়ু নিং বলেছেন, বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র জাপান ও ইসরাইলসহ বিভিন্ন দেশের শতাধিক শিল্প প্রতিষ্ঠান আমাদের কোম্পানির সঙ্গে যোগ দিয়েছে।

    "আই.জি. আর.এস. ইঞ্জিনিয়ারি ল্যাব লিমিটেডের সদস্য সংখ্যা ১১৩, যা দেশের টেলিভিশন বাজারে ৮৫ শতাংশ দখল করেছে এবং কম্পিউটার, মোবাইল এবং নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রোনিক পণ্যের অর্ধেক বাজার দখল করেছে। ২০০৭ সালের শেষ দিক পর্যন্ত এ ল্যাবের উত্পাদিত ২০টির বেশি পণ্য বাজারে বিক্রি হচ্ছিল।

    একটি পরীক্ষামূলক শিল্প প্রতিষ্ঠান হওয়ার পর থেকে আই.জি. আর.এস. ইঞ্জিনিয়ারি ল্যাব লিমিটেড জুং কুয়ান চুন কর্তৃপক্ষের সমর্থনে হাইটেক গবেষণা জোরদার করেছে। গত অক্টোবর মাস থেকে, আন্তর্জাতিক প্রস্তাবের মাধ্যম আই.জি. আর.এস. ইঞ্জিনিয়ারি ল্যাব লিমিটেডের মানদণ্ড কম্পিউটার, ইলেকট্রোনিক পণ্য এবং মোবাইল সমন্বয় ক্ষেত্রে প্রথম আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছেছে।

    মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সুষ্ঠু উন্নয়ন এবং তাদের উদ্ভাবনের সামর্থ্য উন্নত করার জন্যে জুং কুয়াং ছুন কর্তৃপক্ষ টানা শিল্প উদ্ভাবন ও উদ্যোগ গ্রহণকে উত্সাহিত করার নীতি নিয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষামূলক শিল্গোষ্ঠির জন্য মানদণ্ড নির্ধারণ এবং মেধা স্বত্ত্বাধিকার জোরদার করা, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো ব্যবস্থা গঠন করা, চীনের গুরুত্বপূর্ণ বিশেষ প্রকল্প গ্রহণ করা এবং পরীক্ষামূলক শিল্পগোষ্ঠির সম্প্রসারণ করা। আর্থিক সমর্থন ছাড়াও জুন কুয়ান ছুন কর্তৃপক্ষ চীনের বিজ্ঞান একাডেমী ও চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় এবং সমর্থনের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। অসম্পূর্ণ হিসাব থেকে জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রম পরিকল্পনা শুরু হওয়ার এক বছরে, সংশ্লিষ্ট বিভাগ ২০০টিরও বেশী পরীক্ষামূলক শিল্পগোষ্ঠিকে সমর্থন দিয়েছে। এগুলোতে এক বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে এবং ফলে বিভিন্ন স্তরে ৪ বিলিয়ন ইউয়ান পুঁজি বিনিয়োগ করা হয়েছে।

    জুং কুয়ান ছুন প্রযুক্তি অঞ্চলের পরিচালনা কমিটির পরিচালক তাই ওয়েই বলেন, পরীক্ষামূলক শিল্পগোষ্ঠি নির্ধারণের পর থেকে এ গোষ্ঠিগুলো এক দিকে যেমন বিজ্ঞান-প্রযুক্তি গবেষণার ওপরে বেশি বিনিয়োগ করেছে। তেমনি অন্য দিকে উন্মুক্ত ল্যাব ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রধান প্রধান প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে অনেক নতুন উদ্ভাবন ও প্রযুক্তি বাজারে এসেছে। তাই ওয়েই বলেন,

    পেইচিং লিডার অ্যান্ড হাভের্স্ট ইলেক্ট্রিক টেকনোলজিস কোম্পানি লিমিটেডের উত্পাদিত হাই পাওয়ার হাই প্রেশার ফ্রিকোয়েন্সি ইউনিভার্টর ৩০ শতাংশ বিদুত্য সাশ্রয় করতে পারে। এ কোম্পানির পণ্য দেশের বাজারে প্রথম সারিতে রয়েছে। সাইনোভ্যাক বায়োটেক কোম্পানি লিমিটেডের বার্ড ফ্লু ভ্যাকসিন চীনে প্রতিরোধক ঔষুধ হিসেবে যাচাই ও স্বীকৃত প্রথম উত্পাদিত ঔষুধ যা মজদ করা যায়।

    প্রথম পর্যায়ে পরীক্ষামূলক শিল্পগোষ্ঠি নির্বাচনের পর থেকে জোং কুয়ান ছুন প্রযুক্তি অঞ্চল গত মে মাসে দ্বিতীয় দফা পরীক্ষামূলক শিল্পগোষ্ঠি হিসেবে ৭৯টি শিল্পগোষ্ঠিকে নির্বাচিত করেছে। পেইচিং হাই-টেক ওয়েলথ এর মধ্যে একটি। এ কোম্পানি মবাইলে নিরাপদ তথ্য সংক্রান্ত হাইটেক ব্যবস্থাপনার কাজ করে। তার প্রধান উদ্ভাবন হলো "প্রিমিয়াম হাণ্টিং(পি.সি.সি.ডব্লিউ-এইচ.কে.টি)"। এ পণ্য চীনে খুব বিখ্যাত। বর্তমানে এ কোম্পনি ২৮টি পেটেণ্ট পেয়েছে। এর মধ্যে ১০টি মূল পেটেণ্ট। এ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা চাং চেং ইয়ু মনে করেন, শুধু প্রযুক্তি ক্ষেত্রে নয়, ব্যবস্থাপনার ক্ষেত্রেও উদ্ভাবন জরুরি ।

    "কারিগরী উদ্ভাবন আমাদের প্রধান কাজ। একই সঙ্গে ব্যবসা পদ্ধতির উদ্ভাবন এবং সাংস্কৃতিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। মূল্য প্রতিযোগিতা ও কম দামের সাইকেল থেকে প্রতিযোগিতা বেরিয়ে এসে উদ্ভাবনের মাধ্যমে পণ্যের কারিগরী মূল্য এবং সংযোজিত মূল্য উন্নীত করে একটি উদ্ভাবন, উচ্চ মূল্য সংযোজনএবং বিলম্বিত অবস্থা থেকে আবার উদ্ভাবনে ফেরার পথে চলে আসতে হবে।

    চাং চেন ইয়ুর এ দৃষ্টিভঙ্গী অধিকাংশ হাইটেক শিল্পগোষ্ঠির উপলব্ধিকে প্রতিনিধিত্ব করে। এ শিল্পগোষ্ঠিগুলো প্রযুক্তি গবেষনা জোরদারের পাশাপাশি নিজদের ট্রেডমার্ক ও সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেইচিং অলিম্পিক গেমস একটি সুযোগ। জোং কুয়ান ছুনের বিভিন্ন শিল্পগোষ্ঠি এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ডের অবস্থান উন্নীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অসম্পূর্ণ হিসাব থেকে জানা গেছে, জোং কুয়ান ছুন অঞ্চলে ৭৮টি প্রকল্প অলিম্পিক গেমসের নির্মাণ এবং সেবার কাজে অংশগ্রহণ করেছে। ৮টি শিল্পগোষ্ঠি অলিম্পিক গেমসের বিশ্ব অংশীদার পৃষ্ঠপোষক , বিশেষ সরবরাহকারী এবং সরবরাহকারী। এবং অলিম্পিক গেমসের চিহ্ন ও সংকেত ব্যবহার করার অনুমোদন পেয়েছে। জোং কুয়ান ছুন ব্যবস্থপনা কমিটির পরিচালক তাই ওয়েন এ সম্পর্কে বলেন,

    " লেনোভা আন্তর্জাতিক অলিম্পিক সমিতির একমাত্র বিশ্ব অংশীদার চীন শিল্পগোষ্ঠি। সোহু কোম্পানি পেইচিং অলিম্পিক গেমসের ওয়েবসাইটের পৃষ্ঠপোষক। পেইচিং হুয়াছি তথ্য ডিজিটাল টেকনোলজি লিমিটেডের উত্পাদিত প্রথম মোবাইল টেলিভিশন পেইচিং অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে আসবে। তাইয়াং টেকনোলজি ডেভেলপমেণ্ট অলিম্পিক গেমস চলাকালে বড় স্ক্রীনে প্রচার ও তার কেন্দ্রীয় তত্তাবধান ব্যবস্থা এবং বড় স্ক্রীনের টার্মিনাল ব্যবস্থাপনা ও বাইরে টেলিভিশন কর্মসূচী সম্প্রচারের জন্য সেবা সরবরাহ করবে।

    তাই ওয়েই বলেন, ভবিষ্যতে জোং কুয়ান ছুন অঞ্চল কর্তৃপক্ষ হাইটেক শিল্পগোষ্ঠির জন্য বরাদ্দ এবং সমন্বয় জোরদার করবে। দেশের গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি প্রকল্প গ্রহণ করতে উত্সাহ দেবে এবং সরকারকে প্রথম পরীক্ষামূলক শিল্পগোষ্ঠির উত্পাদিত পণ্য কিনতে উত্সাহিত দেবে। তিনি বলেন,

    "আমাদের উচিত প্রযুক্তি উদ্ভাবনের কৌশল প্রণয়ন করা, গবেষণা জোরদার করা, গবেষণার প্ল্যাটফর্ম নির্মাণ করা, প্রধান প্রযুক্তি গবেষণা জোরদার করা, প্রযুক্তি উদ্ভাবনের সামর্থ্যের উন্নতি করা এবং মেধা সম্পদের মানদণ্ড প্রণয়ন ও পণ্য উত্পাদন করা। সংশ্লিষ্ট বিভাগের উচিত যৌথভাবে সফ্টওয়্যার উদ্ভাবন এবং তথ্য যোগানো। জৈব প্রকল্প এবং নতুন ঔষধ, খনিজ সম্পদ ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশেষ আর্থিক সমর্থন দেওয়া এবং শিল্পগোষ্ঠির প্ল্যাটফর্ম সংগঠন, প্রযুক্তি সংস্কার, গবেষণা ও শিল্পায়ন এবং দৃষ্টান্তমূলক প্রকল্পকে সমর্থন করা।

    গত ২০ বছর ধরে, জোং কুয়ান ছুই তার নামের মতোই একটি গ্রাম। ২০ বছর ধরে এটা চীনের ঘনীভূত হাইটেক শিল্পোগোষ্ঠি অঞ্চলে পরিণত হয়েছে। কিছু মানুষ মনে করেন, আগামী ২০ বছরে এটা বিশ্বের নতুন উদ্ভাবন কেন্দ্রে রূপ নেবে। ২০ বছর ধরে জোং কুয়ান ছুনের উন্নয়ন ঠিকঠিকই চীনের উন্নয়নের ছায়া। গত শতাব্দীতে জোং কুয়ান ছুন ছিল বিশ্বের একটি উত্পাদন ঘর মাত্র। এখন সেটি চীনা উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে।