৩০ জুলাই নেদারল্যান্ডসের হেগে সাবেক যুগোস্লাভিয়া সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিওয়াই) এক বিবৃতিতে জানিয়েছে, এ দিন বসনিয়া ও হারজেগোভিনা প্রজাতন্ত্রের সাবেক নেতা রাদোভান কারাদজিচকে আইসিটিওয়ই-এ হাজির করার জন্য আনা হয়েছে। বর্তমানে তিনি হেগের কাছাকাছি একটি কারাগারে আটক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, কারাদজিচের শুনানিতে হাজিরা দেওয়ার দিনক্ষণ শিগগির ঘোষণা করা হবে।
সেভিলিয়ার তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সময় ৩০ জুলাই ভোর ৪টার দিকে কারাদজিচ বেলগ্রেড যুদ্ধাপরাধ আদালত থেকে বেলগ্রেড আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হেগে পাঠানো হয়। সেভিলিয়া সরকার এবং আইসিটিওয়াইয়ের আইন অনুযায়ী সেভিলিয়ার আইন ও বিচার মন্ত্রী কারাদজিচকে পাঠানোর সিদ্ধান্তে স্বাক্ষর করেন।
২৯ জুলাই সন্ধ্যায় সেভিলিয়ার চরমপন্থী দল বেলগ্রেডে কারাদজিচকে গ্রেপ্তার ও হেগে প্রেরণের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে। সেভিলিয়া ও বসনিয়া-হারজেগোভিনার ১৫ হাজার মানুষ এতে অংশ নেন। এ সময় পুলিশ ও প্রতিবাদী জনসাধারণের মধ্যে ছোট খাটো সংঘর্ষ হয়।
খোং চিয়া চিয়া
|