সিরিয়ার উচিত শান্তি অথবা বিচ্ছিন্নতার যে কোনো মধ্যে একটিকে বেছে নেয়া ।
ইসরাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২৯ জুলাই হিব্রু বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে এ কথা বলেন। তুরস্কে সিরিয়া- ইসরাইল চতুর্থ দফা পরোক্ষ আলোচনা সম্পর্কে তিনি বলেন, এ আলোচনা গভীরে প্রবেশ করলে সিরিয়ার লেবাননের হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে মতভেদ সৃষ্টি হবে। তখন সিরিয়ার সামনে দু'টি পথ খোলা থাকবে। একটি হল ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, আরেকটি হল শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সদস্যে পরিণত হওয়া।
ওলমার্ট কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা প্রস্তুতি নেয়ার জন্য সিরিয়ার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি অব্যাহতভাবে ইসরাইল-সিরিয়া আলোচনা এগিয়ে নেবেন।
ছাই ইউয়ে
|