v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-30 19:21:52    
বিদেশীদের চোখে চীনের অলিম্পিক প্রস্তুতি

cri
    সাত বছর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০০৮ সালের ২৯তম অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে পেইচিংকে দিয়েছে । এখন সেই পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধন হতে যাচ্ছে । অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করার সময় শহরের অবকাঠামো নির্মাণ , পরিবেশন উন্নয়ন ও গণ মাধ্যমগুলোর পরিসেবা বিষয়ে পেইচিং যে সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে কিনা -- অনেকের মনেই সে প্রশ্ন আছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা সরেজমিন পেইচিং পরিদর্শনের পর বলেছেন , পেইচিং শহর নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে । তারা সফল পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানে এখন আশাবাদী ।

     পেইচিং অলিম্পিক কমিটি বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের জন্য মানসম্মত স্টেডিয়াম ও মনোরম পরিবেশ সমৃদ্ধ ভেণ্যু সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল । পেইচিং অলিম্পিক গেমসের দুটি প্রতীকী স্টেডিয়াম ' বার্ড নেস্ট' ও ' ওয়াটার কিউবিক' দেখে বিদেশী ক্রীড়াবিদ ও সাংবাদিকরা অবাক হয়েছেন এবং পেইচিংয়ের সবুজ , বিজ্ঞানসম্মত ও মানবিক অলিম্পিকের ধারণার প্রশংসা করেন । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য আলেক্স গিলাডি চীনের জাতীয় সাঁতার স্টেডিয়াম--ওয়াটার কিউবিকে ব্যবহৃত উন্নত প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেন , স্টেডিয়ামটি সুন্দর ও মানসম্মত । বিভিন্ন দেশের সাঁতারুরা নিশ্চয় এ স্টেডিয়ামে দারুণ নৈপুণ্য দেখিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবেন । এ স্টেডিয়ামের ডিজাইনে শুধু সৌন্দর্য্যের দিকে খেয়াল রাখা হয়েছে তা নয় , বরং ক্রীড়াবিদদের সুবিধা হয় এমন অনেক ব্যবস্থা নেয়া হয়েছে ।

    বিশ্বের অনেক বড় শহরের মতো পেইচিংয়ের যানজট একটি বড় সমস্যা । অলিম্পিক গেমসের জন্য একটি সুবিধাজনক যানবাহন চলঅচল পরিবেশ সৃষ্টির জন্য পেইচিংয়ের রাজধানী বিমানবন্দর , রেলস্টেশন ও সাবওয়ে বিভাগের অবকাঠামো নির্মান প্রকল্প সম্পন্ন হয়েছে । এর পাশাপাশি ২০ জুলাই থেকে পেইচিংয়ে ব্যক্তিমালাধীনমোটর গাড়ীগুলোর জন্য জোড় ও বেজোড় নম্বর অনুসারে চলাচলের ব্যবস্থা চালু হয়েছে। এক দিন পর পর অর্থাত্ জোড় নম্বরের জন্য নির্ধারিত দিনে শুধু জোড় নম্বরের গাড়ী আর বেজোড় নম্বরের দিনে শুধু বেজোড় নম্বরের গাড়ি চলতে পারবে । এতে রাস্তায় চলাচলকারী মোটরগাড়ীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে । ইন্দোনেশিয়ার জাতীয় অলিম্পিক কমিটির সদস্য প্রাবোও ওয়াহিও আদি মনে করেন এটি একটি কার্যকর ব্যবস্থা। তিনি বলেন , জোড় ও বেজোড় নম্বর অনুসারে মোটর গাড়ী চালানোর ব্যবস্থা যানজট কমানোর জন্য খুব কার্যকর । রাস্তার গাড়ির সংখ্যা কমে যাওয়ার কারণে যানজট যেমন কমেছে , তেমনি বায়ুর দূষণও কমেছে ।

     পেইচিংয়ের বায়ু ও পরিবেশও বিভিন্ন দেশের গণ মাধ্যম ও ক্রীড়াবিদদের উদ্বেগের অন্যতম কারণ ছিল। গত কয়েক দিনে পেইচিংয়ের বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে আকাশ পরিষ্কার ছিল না । এ জন্য অনেকে পেইচিংয়ের বায়ুর গুনগত মান নিয়ে সন্দেহগ্রস্ত । বেনিনের অলিম্পিক প্রতিনিধি দলের নেতা চার্লস নোব্রে বলেন , বায়ুর আর্দ্রতা বাড়ার কারণে আকাশ মেঘলা থাকা এক স্বাভাবিক ব্যাপার । চীনের লোকসংখ্যা বেশি , পরিবেশ ও বায়ু নিয়ন্ত্রনের জন্য চীনারা অনেক চেষ্টা করেছেন । পৃথিবীর কোনো কোনো দেশে লোকসংখ্যা চীনের কয়েক ভাগের এক ভাগ , তার পরও সেখানে ভয়াবহ তবে দুষণ আছে । কাজেই এ ব্যাপারে অতিরিক্ত দাবী জানানো উচিত নয় ।

     ২৯ জুলাইবেলা ১২টা পর্যন্ত বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১ হাজার সাংবাদিক চীনে এসেছেন । মেক্সিকোর সাংবাদিক ফ্রান্সিস্কো লারিওস বলেন , আমরা চীনে এসে চীনের সব ক্ষেত্রের প্রস্তুতি দেখেছি । আমাদের অফিসে সম্প্রচারের সব সাজসরঞ্জাম বসানো হয়েছে । বিদ্যুত , এ সি , টেলিফোন ব্যবস্থাও ঠিক মতো চলছে । আমি মনে করি চীনাদের পরিসেবার মান উন্নত , এখানে কাজ করতে আমি কোনো অসুবিধা বোধ করছি না ।

    পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধন হতে আর মাত্র ৯ দিন বাকি। অলিম্পিক গেমস শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা পেইচিংয়ের প্রস্তুতি ও ব্যবস্থাপনার চুড়ান্ত মূল্যায়ন করবেন ।