৩০ জুলাই দক্ষিণ কোরিয়ার পূর্ব সাগরের দোকদো দ্বীপের কাছাকাছি অঞ্চলে ব্যাপক নৌবাহিনীর মহড়া করেছে।
এদিন দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কাং সোক-কু এ কথা বলেছেন।
কাং সোককু বলেন, এবারের মহড়াটি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দোকদো দ্বীপের কাছাকাছি অনুষ্ঠিত নিয়মিত সামরিক মহড়া। সম্প্রতি জাপানের মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তক ও সংশ্লিষ্ট তথ্যে এই দ্বীপকে জাপানের ভূখন্ড হিসেবে উল্লেখ করার সঙ্গে এই মহড়া সরাসরি কোনো সম্পর্ক নেই।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার রাডারে অজ্ঞাত পরিচয় একটি জাহাজের অস্তিত্ব ধরা পড়লে প্রথমে ওয়্যারলেস পাঠিয়ে দিয়ে এ জাহাজটিকে সতর্ক করা হয়। এরপর এফ-১৫ জংগী বিমান পাঠিয়ে জাহাজটিকে দক্ষিণ কোরিয়া সমুদ্র সীমা থেকে বের করে দেয়া হয়। এই কল্পিত ঘটনাটি ছিল নৌমহড়ার একটি অংশ।
ছাই ইউয়ে
|