ভারতের তথ্য মাধ্যমের খবরের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে ,২৯ জুলাই ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যর গুরুত্বপূর্ণ বন্দর শহর সুরাটে পুলিশ ১৮টি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে।এর পাশাপাশি দু'টি বিস্ফোরক ভর্তি গাড়ী উদ্ধার করা হয়েছে।
খবরে জানা গেছে,২৯ জুলাই সকালে সুরাটে একজন দোকান মালিক তার দোকানের দরজার সামনে একটি সন্দেহজনক পলিথিনের বাক্স দেখতে দেখতে পান। এটি বোমা বলে নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ শহরের জনবহুল অঞ্চলে ব্যাপক তল্লাশি চালায়।এ সময় তারা আরো ১৭টি বোমা এবং দু'টি বিস্ফোরক ও বোমার সরঞ্জাম ভর্তি গাড়ি উদ্ধার করে।
জানা গেছে, গুজারাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরনে যে ধরণের বোমা ব্যবহার করা হয়েছিল তার সঙ্গে সুরাটে উদ্ধার করা বোমার মিল রয়েছে।(শিয়ে নান)
|