ভেনিজুয়েলার জ্বালানি ও তেল মন্ত্রী রাফায়েন রামিরেজ ২৯ জুলাই বলেছেন, সম্প্রতি বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বিপুল মাত্রায় কমেছে।এ থেকে স্পষ্ট যে, বাজারে ফটকাবাজি তেলের উচ্চ মূল্যের প্রধান কারণ। তিনি বলেন, অল্প দিনের মধ্যে তেলের দামে ২০ মার্কিন ডর্লারের ব্যবধান তৈরি হয়েছে। এ থেকে স্পষ্ট যে, এটা উত্পাদনের কারনে নয় বাজারে ফটকাবাজির পরিণাম। এর পাশাপাশি তিনি ওপেকের তেলের উত্পাদনের পরিমাণ বাড়ানোর বিরোধিতা করেন। তিনি মনে করেন, উত্পাদনের পরিমাণ বাড়লে রির্জাভ পড়বে এবং তেলের দাম আরও পড়বে।
২৯ জুলাই নিউইয়র্কের বাণিজ্য বিনিময় কেন্দ্রে আগামী সেপ্টেম্বর মাসের হাল্কা অশোধিত তেলের ফিউচাসের দাম ব্যারেল প্রতি ১২২.১৯ ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে একই ধরনের অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৪৭ মার্কিন ডলারে উঠে গিয়েছিল।
|