বিশ্ব বাণিজ্য সংস্থার ছোট আকারের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৯ জুলাই শেষ হয়েছে। সম্মেলনে দোহা রাউণ্ড আলোচনায় কৃষি ও অকৃষি পণ্যের বাজারে প্রবেশাধিকার নিয়ে মতভেদ দূর না হওয়ায় ৯ দিনব্যাপী আলোচনা অবশেষে ব্যর্থ হয়েছে।
আলোচনায় অংশগ্রহণকারী একজন কূটনীতিক বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার প্রধান কারণ যুক্তরাষ্ট্র। আলোচনার শেষার্ধে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল এবং চীনসহ বিশ্ব বাণিজ্য সংস্থার ৬টি গুরুত্বপূর্ণ সদস্য উন্নয়নশীল সদস্য দেশগুলোতে কৃষি পণ্যের বিশেষ নিশ্চয়তা ব্যবস্থা নিয়ে আপোস রফায় পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র কোনোভাবেই এ বিষয়ে আপোস করতে চায় নি এবং তুলা সমস্যার সঙ্গে এই বিরোধীকে যুক্ত করার অপচেষ্টা চালিয়েছে। ফলে সব আলোচনা ভেস্তে গেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহা-পরিচালক প্যাস্কেল লামি আলোচনা ব্যর্থ হওয়ার কথা অকপটে স্বীকার করে বলেন, দীর্ঘ ৭ বছর স্থায়ী দোহা রাউণ্ডের জন্য এটি একটি বড় আঘাত। পাশাপাশি তিনি বলেন, গত সপ্তাহের আলোচনায় কিছু সাফল্য অর্জিত হয়েছিল। তিনি এর ওপর ভিত্তি করে আলোচনাকে নির্ভুল পথে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
সম্মেলনে অংশগ্রহণকারী চীনের বাণিজ্য মন্ত্রী ছেন তে মিং এদিন বলেন, তিনি আশা করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যরা এবারের আলোচনা ব্যর্থ হওয়ার কারণগুলোর সারসংকলন করবেন এবং এর থেকে সংশ্লিষ্ট অভিজ্ঞতা গ্রহণ করবেন, যাতে ভবিষ্যত আলোচনার মান ও কার্যকরিতা বাড়ানো যায়।
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান হোসে ম্যানুয়েল বারোসো, কানাডার বাণিজ্য মন্ত্রী মিশেল ফোর্টিয়ার এবং কৃষিমন্ত্রী গেরি রিজ এদিন পৃথক পৃথকভাবে বিবৃতিতে সম্মেলন ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেন। তারা আরো বলেন, তারা অব্যাহতভাবে দোহা রাউণ্ড আলোচনার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। (লিলি)
|