যুক্তরাষ্ট্রের নাসা ২৯ জুলাই ওয়াশিংটন সদর দফতরে ঘোষণা করেছে, চাঁদ অনুসন্ধানের গবেষণা চালানোর জন্য ভারত, দক্ষিণ কোরিয়া , জাপান, ক্যানাডা , ব্রিটেন, ফ্রান্স , জার্মানী ও ইতালির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
নাসা প্রকাশিত একটি তথ্য বিবরনীতে বলা হয়েছে, উল্লেখিত ৯টি দেশ " আন্তর্জাতিক চাঁদ ইন্টারনেট" অর্থাত আই এল এন নামক চাঁদ অনুসন্ধানের গবেষণা চালাতে সম্মত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে চন্দ্র পৃষ্ঠে মানববিহীন অনুসন্ধান যন্ত্র পাঠানো হবে। এছাড়া চন্দ্র পৃষ্ঠ ও ভেতরে অনুসন্ধানের জন্য চাঁদে ধাপে ধাপে ৬ থেকে ৮টি স্থির ও ভ্রাম্যমান বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। ২০১৩ সাল থেকে ২০১৪ সাল পযর্ন্ত যু্ক্তরাষ্ট্র চাঁদে অবতরণ অনুসন্ধান যন্ত্র উতক্ষেপনের পরিকল্পনা নিয়েছে।
নাসা জানিয়েছে, বতর্মানে স্বাক্ষরিত চুক্তিতে কেবলমাত্র এই পরিকল্পনায় অংশ গ্রহণকারী দেশগুলোর সহযোগিতার আকাংক্ষা স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। এর পর বিভিন্ন পক্ষ আই এল এন কার্যক্রমের বিষয়বস্তু সংশোধন করবে।
|