পেইচিং কৃষি ব্যুরোর উদ্যোগে ৩০ জুলাই পেইচিং অলিম্পিক গেমসের সময় কৃষি পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কিত এক বৈঠকে ব্যুরোর উপ-পরিচালক লিউ ইয়া ছিং বলেন, সরবরাহকত কৃষি পণ্যের পরিমাণ ও গুণগত মানের নিশ্চয়তা পাওয়া গেছে। অলিম্পিক খাদ্যের নিরাপত্তাও নিশ্চিত।
লিউ ইয়া ছিং আরো বলেন, অলিম্পিক গেমসের সময় কৃষি পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য চীন উত্পাদন অঞ্চলের ওপর নির্দেশনা জোরদার করেছে ও বিশেষ তত্ত্বাবধান চালিয়েছে। এছাড়া, "অলিম্পিক গেমস সহায়ক কার্যক্রম" নামের তথ্য প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে এবং বাজারে প্রবেশাধিকার পূর্ণাঙ্গ করতে তুলতে সাহায্য করা হয়েছে।
তিনি আরো বলেন, কৃষি পণ্যের সরবরাহ হচ্ছে অলিম্পিক গেমসের গুরুত্বপূর্ণ কাজ। চীন তত্ত্বাবধানের মাত্রা বাড়াবে, যাতে প্রতিটি খেলোয়াড় এবং অতিথিকে সন্তুষ্ট করা যায়। (লিলি)
|