 ৩০ জুলাই সকালে হো পেই প্রদেশের ছিন হুয়াং তাও শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শেষ হয়েছে ।
সকাল ৮টায় ছিন হুয়াং তাওয়ে মহাপ্রাচীরের সমুদ্রে যাওয়ার স্থান সান হাই কুয়ানের লাও লুং থৌ দর্শনীয় এলাকায় মশাল হস্তান্তর শুরু হয় । সাবেক টেবিল-টেনিস চ্যাম্পিয়ন ও চীনের বর্তমান টেবিল -টেনিস দলের প্রশিক্ষক সি এন থিং প্রথম মশালবাহক ছিলেন । ২০৮ জন মশালবাহকের অংশগ্রহণে মশালটি ৭ কিলোমিটার পথ পেরিয়ে গন্তব্যস্থল পেই তাই হো-এর অলিম্পিক সড়ক পার্কে পৌঁছে । চীনের কমিউনিস্ট পার্টির ছিন হুয়াং তাও শাখার সম্পাদক ওয়াং সান থাং শেষ মশালবাহক হিসেবে আধারে অগ্নি প্রজ্বলন করেন ।
৩১ জুলাই পেইচিং অলিম্পিকের মশাল হো পেই প্রদেশের চূড়ান্ত ধাপ থাং শান শহরে হস্তান্তর হবে । (শুয়েই ফেই ফেই)
|