v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-30 20:19:37    
ইয়েন থাই শহরের বিদেশী মশালবাহক প্রবীণ হো

cri

    চীনের সানতুং প্রদেশের ইয়েন থাই শহরে হো নামে একজন প্রবীণবিদেশী মশালবাহক আছেন । তিনি বিদেশী হলেও ইয়েন থাইকে নিজের জন্মস্থান মনে করেন । তার আসল নাম মিশেল হুমবার্ট। ইয়েন থাইয়ের নাগরিকরা তাকে প্রবীন হো ডাকেন , এতে বোঝা যায় তারা মিশেল হুমবার্টকে নিজের আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু মনে করেন ।

    মিশেল হুমবার্ট চীনে ইউরোপের অনেক বহুজাতিক কোম্পানির শাখায় কাজ করেছেন বলে ইউরোপের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের নিয়ম ভালো করে জানেন । ২০০০ সালে অবসর নেয়ার পর তিনি স্বেচ্ছায় ইয়েন থাইয়ের বিনিয়োগ ব্যুরো উপদেষ্টা হিসেবে কাজ করতে শুরু করেন । গত আট বছরে তিনি ইয়েন থাই ও পাশ্চাত্য দেশগুলোর অর্থনৈতিক বিনিময় ও সহযোগিতা বাড়ানোর জন্য অনেক কাজ করেছেন । তিনি বলেন , আমার কাজ হলো ইয়েন থাই বিনিয়োগ ব্যুরোর চীনা সহকর্মীর সঙ্গে ইতালি , জার্মানী , যুক্তরাষ্ট্র , বৃটেন ও কানাডার বিনিয়োগকারীকে ইয়েন থাইয়ে বিনিয়োগ করতে পরামর্শ দেওয়া । তার সহকর্মীরা প্রবীন হোকে পছন্দ করেন ,কারণ তিনি একজন মিশুক , সব সময়ই হাসিখুশি থাকেন এবং অন্যকে সাহায্য করতে আগ্রহী। ইয়েন থাই শহরে প্রবীন হো একজন বিখ্যাত মানুষ , রাস্তার ট্যাক্সি ড্রাইভাররা পর্যন্ত তাকে চেনেন । প্রবীণ হো বলেন , আমি ইয়েন থাই শহরের সম্মানসূচক নাগরিক । আমি এ শহরকে পছন্দ করি । ইয়েন থাইয়ের জন্য কিছু কাজ করতে পেরে আমি আনন্দ বোধ করি ।

    ২০০২ সালে প্রবীন হো ইয়েন থাইয়ের সম্মানসূচক নাগরিকের উপাধি পান । ২০০৫ সালে তিনি চীনের সরকারের দেয়া জাতীয় মৈত্রী পুরস্কার পান । চীনের উপপ্রধানমন্ত্রী উ ই তাকে এ পুরষ্কার দিয়েছেন ,প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন ।

    প্রবীণ হো ইয়েন থাইয়ের বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য অনেক কাজ করেছেন । তিনি কম্পিউটার , ব্যবসায়ী সমিতি ও পত্রপত্রিকার মাধ্যমে পাশ্চাত্য দেশের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করেন । তিনি বলেন , পাশ্চাত্য দেশগুলোর যে সব শিল্পপ্রতিষ্ঠান চীনে বিনিয়োগ করতে আগ্রহী । আমি ইমেল পাঠিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদেরকে চীনে আসার আমন্ত্রন জানাই । সরেজমিন দেখার পর অনেক কোম্পানি চীনে বিনিয়োগ করতে শুরু করে। তিনি বিভিন্ন দেশের ব্যবসায়ী কমিটির সঙ্গেও যোগাযোগ করেন এবং পত্রপত্রিকার মাধ্যমে বিনিয়োগকারী খুঁজে বের করার চেষ্টা করেন । অনেক বিনিয়োগকারী সাংবাদিকদের লেখা প্রবন্ধ পড়ে প্রবীন হোর সঙ্গে পরিচিত হয়ে চীনে বিনিয়োগের সিদ্ধান্ত নেন । বিদেশের একজন বিনিয়োগকারী পত্রিকা পড়ে প্রবীন হোর কথা জানতে পেরেছেন । তার সঙ্গে যোগাযোগের এক সপ্তাহ পরই তিনি ইয়েন থাইয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন ।

    একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত আট বছরে প্রবীণ হো মোট ৫০ হাজার ইমেল , ৫৩০০টি চিঠি ও ৪৫০০টি ফ্যাক্স পাঠিয়েছেন । তিনি দেশবিদেশের ছয় শরও বেশি বিনিয়োগ কর্মসূচীতে অংশ নিয়েছেন এবং বিদেশের শতাধিক বাণিজ্য সংস্থা ও দূতাবাসের সঙ্গে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন ।

    ২০০৪ ও ২০০৬ সালে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক দুবার চীন সফর করেন । তিনি দু বার প্রবীণ হোকে পেইচিংয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানান । প্রেসিডেন্ট শিরাক প্রবীণ হোর প্রচেষ্টার উচ্চ মূল্যায়ণ করেন । প্রবীন হো চীনে মোট ১৮ বছর কাটিয়েছেন , এর মধ্যে আট বছর ধরেইয়েন থাই থাকছেন । প্রতি বছর চীনে থাকার সময় দশ মাসের বেশি । প্রবীন হো বলেন , ইয়েন থাই আমার জন্মস্থান । তিনি ইয়েন থাই শহরে আসেন টাকার জন্য নয় । তার অবসর ভাতা বেশি , স্ত্রী প্যারিসে থাকেন । তিনি ইয়েন থাই শহরকে ভালোবাসেন , তাই শহরটির জন্য কিছু করতে চান ।

    পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে প্রবীণ হো বলেন , আমি মনে করি পেইচিংয়ে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস সফল হবে। সব স্টেডিয়ামের নির্মাণ ও অন্যান্য প্রস্তুতির কাজ চুড়ান্ত পর্যায়ে রয়েছে । চীনাদের অলিম্পিক গেমসের পরিপূর্ণ সাফল্যের জন্য চেষ্টার কোনো ত্রুটি না করার নীতিকে আমি প্রশংসার চোখে দেখি ।

    ফ্রান্সে চীনের অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর ব্যাহত হওয়ার কথা শুনে প্রবীণ হো ক্ষোভ প্রকাশ করে বলেন , আমি বলতে চাই প্যারিসের ৯৯ শতাংশ মানুষ চীনকে ভালোবাসে , তারা প্যারিসে মুষ্টিমেয় লোকের মশাল হস্তান্তর বাধা দেয়ার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন । ফ্রান্সের অল্প কিছু লোক চীনকে পছন্দ করে না , তাদের মধ্যে অনেকে ফরাসী নয়। প্যারিসে এ ধরনের ঘটনার জন্য আমি ও আমার স্ত্রী খুব দুঃখ পেয়েছি।

    প্রবীন হো ইয়েন থাই শহরের মশালবাহক হিসেবে নির্বাচিত হয়েছেন । এ খবর পেয়ে প্রবীন হো বলেন , পেইচিং অলিম্পিক গেমসের মশালবাহক হওয়ার সুযোগ পেয়ে আমি খুব খুশি । ইয়েন থাই শহরের বিদেশীদের পক্ষ থেকে আমি মশাল হস্তান্তরে অংশ নিচ্ছি । আমি ইয়েন থাইয়ে বসবাসরত সব বিদেশীকে চিনি। আমি বলতে চাই , তারা ইয়েন থাইয়ে অনেক বছর আছে , তারা এ সুন্দর শহর ও চীনকে ভালোবাসেন । তারা সবাই পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করেন ।

    ইয়েন থাই শহরের উন্নয়নের জন্য প্রবীন হোর চেষ্টা অনেক চীনাকে মুগ্ধ করেছে । প্রবীণ হো ইয়েন থাইয়ের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। তিনি বলেন , তিনি ইয়েন থাইয়ের বিদেশী বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন এবং ইয়েন থাইয়ের বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। (ফাং সিউ ছিয়েন)