২৯ জুলাই চীনের রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ পরিচালনা দফতরের নির্দেশে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস জানিয়েছে, ২৮ জুলাই বেলা ১২টা পযর্ন্ত সিছুয়ানের ওয়েনছুয়ান ভূমিকম্পে ৬৯ হাজার ২শো জন নিহত এবং ১৮ হাজার ১৯৫ জন নিখোঁজ রয়েছে। ত্রাণ কাজে বিভিন্ন সরকার ৬১৬০ কোটি রেন মিন পি বরাদ্দ করেছে। সমাজের বিভিন্ন মহল থেকে ৫৯০০ কোটি রেন মিন পির ত্রাণ অর্থ ও সামগ্রী গ্রহণ করা হয়েছে। উপদ্রুত এলাকায় মোট ২২৭০ কোটি রেন মিন পি পাঠানো হয়েছে।
চীনের ভূমিকম্প ব্যুর্রোর রিপোট অনুযায়ী, ২৪ জুলাই ১২টা থেকে ২৮ তারিখের ১২টা পযর্ন্ত ওয়েনছুয়ানের মূল ভূমিকম্প অঞ্চলে রিষ্টার স্কেলে ৪.৯ মাত্রার ছোট ছোট ভূমিকম্প ৪.৯ ৮৮৭ বার তদারিক করা হয়ছে।
|