২৮ জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং জি সি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিত্সা রাইসের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দু'দেশের মধ্যে মতভেদ ও স্পষ্শকাতর বিষয় ভালভাবে মোকাবেলা করতে ও দু'দেশের গঠনমূলক সহযোগিতার সম্পর্ককে স্থিতিশীলভাবে এগিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ইয়াং জি সি বলেন, সার্বিকভাবে বলতে গেলে বতর্মানে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোর দিকে বিকশিত হচ্ছে। এ বছর হল যুক্তরাষ্ট্রের নির্বাচরের বছর। এ ছাড়া এ বছর দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠারও ৩০তম বার্ষিকী। দু'দেশের সম্পর্ক এখন অভূতর্পূব গুরুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে। কন্ডোলিত্সা রাইস বলেন, এ বছরের জি ৮ শীর্ষ সম্মেলন চলাকালে দু'দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। দু'দেশের সম্পর্কের উন্নতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে অব্যাহতভাবে চেষ্টা চালাতে চায়।
ইয়াং জি সি রাইসকে পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে অবহিত করেছেন।কন্ডোলিত্সা রাইস বলেন, যুক্তরাষ্ট্র পেইচিংকে অলিম্পিক গেমস আয়োজনকে সমর্থন করে।
|