v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-29 19:56:22    
পেইচিং অলিম্পিক গেমসের প্রচারে দক্ষীন কোরিয় প্রস্তুত

cri

    পেইচিং অলিম্পিক গেমস মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের অলিম্পিক তথ্য যুদ্ধও শুরু হবে । দক্ষিণ কোরিয়ার তিনটি বৃহত্তম রেডিও কোম্পানী-- কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম বা কে বি এস , মুনহুয়া ব্রডকাস্টিং করপোরেশন বা এম বি সি , সিউল ব্রডকাস্টিং সিস্টেম অর্থাত্ এস বি এস এবং বিশেষ করে চীনা ভাষার অনুষ্ঠান সম্প্রচারকারী নিখিল চীন টেলিভিশন ২ শ' জনেরও বেশি সাংবাদিক পেইচিংয়ে পাঠাবে । যা বিদেশে দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যমের অলিম্পিক গেমসের খবর সংগ্রহে নতুন রেকর্ড।

    কে বি এস হল দক্ষিণ কোরিয়ার বৃহত্তম রেডিও ও টি ভি সংস্থা । ভালোভাবে অলিম্পিকের খবর প্রচারের জন্য কে বি এস চলতি বছরের প্রথম দিকে পেইচিং অলিম্পিক গেমস প্রচার দল গঠন করেছে । অলিম্পিক চলাকালে কে বি এস রেডিও ও টি ভি অনুষ্ঠান এবং মোবাইল টি ভির মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের খবর প্রচার করবে । কে বি এসের অলিম্পিক প্রচার দলের প্রধান বাই কি হুয়ং সংবাদদাতাকে বলেন :

    দক্ষিণ কোরিয়ার তিনটি বৃহত্তম টি ভি স্টেশনের মধ্যে শুধু কে বি এসের দুটি চ্যানেল আছে । তাই পেইচিং অলিম্পিকের প্রধান প্রতিযোগিতাগুলো আমরা প্রচার করবো । অলিম্পিক চলাকালে কে বি এস অলিম্পিক অনুষ্ঠান চালু করবে । এর মধ্যে রয়েছে "এখানে হল পেইচিং" , "পেইচিং আলিম্পিক পুনপ্রচার আসর" এবং "আজকের পেইচিং অলিম্পিক"সহ বিভিন্ন অলিম্পিক বিষয়ক অনুষ্ঠান । কে বি এসের ঘনটাব্যাপী রাত "৯টার খবর" প্রচার দলও পেইচিংয়ে যাবে । তখন এ দল পেইচিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রচার করবে এবং মাঝে মাঝে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ খবরও প্রচার করবে ।

    প্রতিযোগিতা পুনপ্রচার করা ছাড়া কে বি এস চীনের সংস্কৃতি , সমাজ ও ইতিহাস সম্পর্কিত বিশেষ অনুষ্ঠানও তৈরি করবে । যাতে চীন সম্পর্কে দক্ষিণ কোরিয় দর্শকদের উপলব্ধি বাড়ানো যায় । বাই কি হুয়ং বলেন :

    চলতি বছরের প্রথম দিক থেকে এসব বিশেষ অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে । এর লক্ষ্য হল পেইচিং এবং চীন সম্পর্কে দক্ষিণ কোরিয়ার মানুষকে আরো ভালোভাবে জানানো । চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং সমাজের পরিবর্তন সবই আমাদের দেশের ওপর বিরাট প্রভাব ফেলেছে । বলা যায় , এখন সারা বিশ্বের নজর চীনের দিকে । কে বি এস বরাবরই চীন সম্পর্কিত খবরের ওপর গুরত্ব দেয় । আমরা পেইচিং অলিম্পিকের খবর প্রচারের মাধ্যমে দক্ষিণ কোরিয় দর্শকদেরকে চীনের সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের তথ্য জানাবো । যাতে তারা আরো ভালোভাবে চীনকে জানতে পারেন এবং চীন ও দক্ষিণ কোরিয়ার মৈত্রী বাড়ানো যায় ।

    এম বি সি অর্থাত্ মুনহুয়া ব্রডকাস্টিং করপোরেশনের একটি টি ভি চ্যানল এবং দুটি রেডিও চ্যানেল আছে । এম বি সি ক্রীড়া কেন্দ্রের ক্রীড়া দলের প্রধান লি দো ইয়ুং জানিয়েছেন , এম বি সি পেইচিং অলিম্পিক গেমসের খবর প্রচারের প্রস্তুতি নিয়েছে । তিনি বলেন :

    আমরা পূর্ণ প্রস্তুতি নিয়েছি । পেইচিং অলিম্পিক গেমস চলাকালে আমরা প্রতিদিন ১২ ঘন্টারেরও বেশি সময় অলিম্পিক অনুষ্ঠান প্রচার করবো । প্রচারের মোট সময় ২ শ'ঘন্টায় দাঁড়াবে । এম বি সি টি ভি চ্যানেল অলিম্পিকের জন্য "পেইচিং অলিম্পিক ২০০৮", "অলিম্পিক লাইভ", "হ্যালো , পেইচিং" এ তিনটি অনুষ্ঠান প্রস্তুত করেছে । এগুলোর অধিকাংশই সরাসরি অনুষ্ঠান । কারণ দক্ষিন কোরিয়া ও চীনের সময়ের ব্যবধান প্রায় নেই এবং অধিকাংশ প্রতিযোগিতা দিনে আয়োজিত হবে । তাই তা আমাদের পুরপ্রচার কাজের জন্য উচ্চ মানের দাবি জানিয়েছে । কোনো ভুল হতে পারবো না ।

 (শুয়েই ফেই ফেই)